Oppo Smartphones: বছর শেষে ইউজারদের জন্য সুখবর আনতে চলেছে ওপ্পো, কোন কোন ফোন লঞ্চ হতে পারে?
Oppo Reno 15 Series: ওপ্পো রেনো ১৫ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে। এই সিরিজে থাকতে পারে ওপ্পো রেনো ১৫, ওপ্পো রেনো ১৫ প্রো এবং ওপ্পো রেনো ১৫ মিনি- এই তিন ফোন।

Oppo Smartphones: ওপ্পো রেনো ১৫ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে। নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওপ্পো রেনো ১৫ সিরিজ ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন সিরিজ। এর আগে শোনা গিয়েছিল, ওপ্পো রেনো ১৫ সিরিজের ফোনগুলিতে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনগুলিতে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। ওপ্পো রেনো ১৫ সিরিজে থাকতে পারে ওপ্পো রেনো ১৫, ওপ্পো রেনো ১৫ প্রো এবং ওপ্পো রেনো ১৫ মিনি- এই তিন ফোন। এই তিনটি ফোনই ভারতে লঞ্চের কথা শোনা গিয়েছে।
এই সিরিজের সবচেয়ে দামী মডেল হতে চলেছে ওপ্পো রেনো ১৫ প্রো ফোন। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। ওপ্পো রেনো ১৪ প্রো ফোনের সাকসেসর হিসেবে ওপ্পো রেনো ১৫ প্রো লঞ্চ হতে চলেছে ভারতে। অন্যদিকে শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ১৫ ফোনে থাকতে পারে ৬.৫৯ ইঞ্চির স্ক্রিন। আর ওপ্পো রেনো ১৫ মিনি ফোনে ৬.৩২ ইঞ্চির ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে। ওপ্পো রেনো ১৫ সিরিজের ফোনগুলির স্পেসিফিকেশন, ফিচার, দাম সম্পর্কে এখনও তেমন কিছু তথ্য প্রকাশ্যে আসেনি। ডিসেম্বরে লঞ্চ হবে শোনা গেলেও, কবে ওপ্পো রেনো ১৫ সিরিজ ভারতের বাজারে আসতে চলেছে, তার ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজও আসতে চলেছে ভারতে
ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজ ভারতে লঞ্চ হবে আগেই জানা গিয়েছে সেকথা। ওপ্পো ফাইন্ড এক্স৯ এবং ওপ্পো ফাইন্ড এক্স৯ প্রো - এই দুই ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। ২৮ অক্টোবর এই দুই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চের কথা রয়েছে। সেই দিন ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজ ভারতে লঞ্চ হবে কিনা তা স্পষ্ট ভাবে জানা যায়নি। আবার পরে লঞ্চ হবে কিনা, তাই নিশ্চিত নয়। ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের এই দুই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টেও MediaTek Dimensity 9500 চিপসেট, ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি অনবোর্ড স্টোরেজ থাকতে চলেছে বলে শোনা গিয়েছে।
শোনা যাচ্ছে, ১৮ নভেম্বর ওপ্পো ফাইন্ড এক্স৯ এবং ওপ্পো ফাইন্ড এক্স৯ প্রো - এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে। তবে ওপ্পো সংস্থা নির্দিষ্ট করে কিছু ঘোষণা করেনি। কিন্তু শোনা যাচ্ছে, ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (আইএমসি ২০২৫)- তে এই ফোন লঞ্চ হতে পারে। ওপ্পো সংস্থা শুধু জানিয়েছে, নভেম্বর মাসে তাদের ফাইন্ড এক্স৯ সিরিজ ভারতে আসছে। তবে তারিখ কিংবা সময় ঘোষণা করা হয়নি। একটি MediaTek Dimensity চিপসেট থাকতে পারে ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের ফোনগুলিতে। চিনের ভ্যারিয়েন্টগুলিতেও এই প্রসেসরই রয়েছে।






















