Phone Hacking : কীভাবে স্পাইওয়্যার থেকে বাঁচবেন? জেনে নিন বিশেষজ্ঞদের টিপস
ব্যক্তিগত কথোপকথন, গোপন বৈঠকের যাবতীয় তথ্য রেকর্ড হয়ে বেহাত হয়ে যাচ্ছে! সব হচ্ছে আপনারই অজান্তে। পেগাসাস। ভয়ঙ্কর স্পাইওয়্যার।
প্রকাশ সিন্হা ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : আপনার ফোন আপনারই হাতে। অথচ আপনার নিয়ন্ত্রণে নেই। বুঝতেও পারবেন না, কখন সক্রিয় হয়ে গেছে আপনার ফোন ক্যামেরা আপনার প্রতিটি গতিবিধি। ব্যক্তিগত কথোপকথন, গোপন বৈঠকের যাবতীয় তথ্য রেকর্ড হয়ে বেহাত হয়ে যাচ্ছে! সব হচ্ছে আপনারই অজান্তে।
পেগাসাস। ভয়ঙ্কর স্পাইওয়্যার। আপনি কি আতঙ্কিত? সাইবার বিশেষজ্ঞ আবির আতর্থী জানালেন, স্পাইওয়্যার থেকে ফোন বাঁচানোর হরেক টিপস ।
- পেগাসাসের ক্ষেত্রে, প্রথমে মোবাইল ফোনকে ফ্যাকট্রি রিসেট করতে হবে।
- অনেক সময় ফ্যাকট্রি রিসেট করেও লাভ হয়নি। তখন ‘মোবাইল ফোনের অরিজিনাল ফার্মওয়ার’ রিসেট করতে হবে।
- ফার্মওয়ার রিসেট করতে নিয়ে যেতে সার্ভিস সেন্টারে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, পেগাসাস যেভাবে হানা দেয়, তাতে রক্ষা পাওয়ার উপায় নেই। তবে আপনার যদি সন্দেহ হয়, সেক্ষেত্রে
- সবার আগে মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে দেওয়া উচিত।
সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায় অবশ্য জানাচ্ছেন, - বাঁচার কোনও উপায় নেই, কীভাবে ফোনে পেগাসাস ঢুকছে সেটা বুঝতে পারবেন না
- সিম কার্ড খুলে রাখলেও ৩০ দিন পরে অটো ডিলিট হয়ে যায় পেগাসাস, কোনও ফুটপ্রিন্ট থাকে না।
তবে শুধু পেগাসাসই নয়। এমন বহু স্পাইওয়্যার রয়েছে অ্যাপ দুনিয়ায়। যা আপনার অজান্তেই আপনার মোবাইল ফোনের মধ্যে ঢুকে হাতিয়ে নিতে পারে গুরুতপূর্ণ তথ্য। সেক্ষেত্রে কী করবেন?
সাইবার বিশেষজ্ঞ, আবির আতর্থী জানাচ্ছেন,
- সেটিংসে গিয়ে অ্যাপসে যেতে হবে। সেখানে পারমিশন বলে অপশন আছে। ভালো করে দেখতে হবে, কোন কোন অ্যাপকে আপনি পারমিশন দিয়ে রেখেছেন? যদি অপ্রয়োজনীয় পারমিশন দিয়ে রাখেন, তাহলে সেগুলি একেক করে অফ করে দিন।
- সেটিংসে গিয়ে যেতে হবে সিকিওরিটিতে। সেখানে প্রাইভেসি একটি অপশন আছে। সেখানে গিয়ে সিকিওরিটি আপডেট করতে হবে।
- আপনার মোবাইল ফোনের সফটঅয়্যার আপডেট করতে হবে, যখন চাইবে।
- প্রচুর স্পাইওয়্যার আছে, যেগুলো মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। সেজন্য রোজ মোবাইল ফোন এক থেকে দু’বার রিস্টার্ট করতে হবে। এর ফলে ছোট খাটো স্পাইওয়্যার উড়ে যায়।
ফোন হ্যাকিং করে সংগঠিত অপরাধের তালিকা এখন কম নয়! সন্ত্রাসবাদই হোক বা অ্যাকাউন্ট থেকে টাকা হাতানো, আমার-আপনার হাতে থাকা স্মার্টফোন হচ্ছে সফট টারগেট!
ইনফরমেশন সিকিওরিটি রিসার্চ অ্যানালিস্ট দেবরাজ বসাক জানাচ্ছেন, ' কোনও ক্রাইম হলে, রাজ্য পুলিশ পুলিশ সার্ভিস প্রোভাইডারের ডেটা কালেক্ট করতে পারে, কল ডিটেইলস নিতে পারে, সেন্ট্রাল এজেন্সি জাতীয় সুরক্ষার জন্য স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নিতে পারে, তবে কতটা প্রকাশ করবে, তা গাইডলাইনের ওপর নির্ভর করে।
বিশেষজ্ঞরা একটাই কথা বলছেন, প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই বাড়ছে প্রযুক্তিগত ঝুঁকি। তাই বিপদ পায়ে পায়ে।