(Source: ECI/ABP News/ABP Majha)
5G In India: আর কিছুক্ষণের অপেক্ষা, 5G বিপ্লবের সাক্ষী হবে দেশ,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
PM Narendra Modi Will Launch 5G: অবশেষে সেই সন্ধিক্ষণের মুখে দেশ। আজ ৫জি প্রযুক্তি বিপ্লবের সাক্ষী হবে ভারত।
PM Narendra Modi Will Launch 5G: অবশেষে সেই সন্ধিক্ষণের মুখে দেশ। আজ ৫জি প্রযুক্তি বিপ্লবের সাক্ষী হবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সকাল ১০টায় নয়াদিল্লির প্রগতি ময়দানে 5G পরিষেবা চালু হবে। আজ ইন্ডিয়ান মোবাইল কনফারেন্সের (IMC)ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হবে, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
IMC ইভেন্টের মূল উদ্দেশ্য কী ?
এই সম্মেলন আসলে ডিজিটাল প্রযুক্তির দ্রুত গ্রহণ, এর বিস্তারের ফলে উদ্ভূত সুযোগ ছাড়াও উদ্যোক্তা, উদ্ভাবক ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে যোগসূত্রের একটা মঞ্চ। প্রযুক্তির বিষয়ে বিভিন্ন উপস্থাপনা ও আলোচনার জন্য এটি একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করবে।
5G দিয়ে ভারত কীভাবে বদলে যাবে ?
২০৩৫ সালের মধ্যে ভারতে 5G-র বিপুল আর্থিক প্রভাব পড়বে। অনুমান করা হচ্ছে, ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত চলে যাবে 5G সম্পর্কিত ব্যবসা। 4G-এর তুলনায়, 5G নেটওয়ার্ক (5G নেটওয়ার্ক) অনেক গুণ দ্রুত গতি দেয়। ঝঞ্ঝাটমুক্ত সংযোগ দেবে এই প্রযুক্তি। এটি কোটি কোটি ডিভাইসকে রিয়েল টাইমে ডেটা শেয়ার করতে সক্ষম করবে। পরিসংখ্যান বলছে, দেশের সর্ববৃহৎ টেলিকম স্পেকট্রাম নিলামে রেকর্ড ১.৫ লক্ষ কোটি টাকার দর পাওয়া গেছে। এতে, শিল্পপতি মুকেশ আম্বানির জিও ৮৭,৯৪৬.৯৩ কোটি টাকার দর হাঁকিয়ে সব স্পেকট্রামের প্রায় অর্ধেক অধিগ্রহণ করেছে।
পাশাপাশি গৌতম আদানি গ্রুপ এই প্রক্রিয়ায় ৪০০ MHz-এর জন্য ২১১.৮৬ কোটি টাকা বিড করেছে। তবে এটি পাবলিক টেলিফোন পরিষেবার জন্য ব্যবহৃত হবে না। টেলিকম জায়ান্ট ভারতী এয়ারটেল এই ৫জি নিলামে ৪৩,০৩৯.৬৩ কোটি টাকার একটি সফল বিড করেছে। যেখানে ভোডাফোন-আইডিয়া ১৮,৭৮৬.২৫ কোটি টাকায় স্পেকট্রাম কিনেছে।
5G In India: মানুষের জীবন বদলে যাবে
এই ৫জি প্রযুক্তির কারণে ভারত আগামীদিনে আরও দ্রুত গতির ডেটা সরবারহ করতে পারবে। পাশাপাশি বাধামুক্ত ভিডিয়োর জন্য প্রস্তুত হচ্ছে টেলিকম কোম্পানিগুলি। এই পরিষেবাগুলি আসার পরে মানুষ স্মার্ট অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ক্লাউড গেমিং সবই পাবেন। এমনকী গ্রাহকরা অনলাইনে কেনাকাটার সময়ও সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পাবেন।
PM Narendra Modi Will Launch 5G: পঞ্চম প্রজন্মের অর্থাৎ 5G টেলিকমিউনিকেশন পরিষেবাগুলি কয়েক সেকেন্ডের মধ্যে মোবাইল ও অন্যান্য ডিভাইসে উচ্চ-মানের দীর্ঘ-মেয়াদি ভিডিও বা মুভি ডাউনলোডের সুবিধা দেবে। এটি এক বর্গকিলোমিটারে প্রায় এক লাখ কমিউনিকেশন ডিভাইস সাপোর্ট করবে। পরিষেবাটি সুপারফাস্ট গতি (4G-এর চেয়ে প্রায় ১০ গুণ দ্রুত), সংযোগের বিলম্ব কমিয়ে বিলিয়ন ডিভাইস জুড়ে রিয়েল-টাইমে ডেটা শেয়ারিং সক্ষম করবে৷ এটি 3D হলোগ্রাম কলিং, মেটাভার্স অভিজ্ঞতা ও শিক্ষার অ্যাপ্লিকেশনগুলিকে এক অন্য মাত্রা দেবে।