Poco Phones: ভারতে আসছে পোকো এফ৭ আলট্রা, লঞ্চে হতে পারে কোম্পানির আরও একটি ফোন
Poco Smartphones: পোকো এফ৭ আলট্রা ফোনের ব্যাক প্যানেলে গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। সম্ভবত তিনটি ক্যামেরা সেনসর থাকতে চলেছে এই ক্যামেরা মডিউলে।

Poco Phones: পোকো এফ৭ আলট্রা ফোন (Poco F7 Ultra) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এই ফোনের সঙ্গে ভারতের বাজারে পোকো এফ৭ (Poco F7 Pro) ফোনও লঞ্চ হতে পারে। অন্যদিকে ব্যুরো অফ স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটে পোকো এফ৭ ফোনের নাম দেখা গিয়েছে। অতএব অনুমান এই ফোনও ভারতে লঞ্চ হতে বেশি দেরি নেই। পোকো এফ৭ আলট্রা ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে যে যে ফিচার রয়েছে অনুমান ভারতীয় ভ্যারিয়েন্টেও তাই থাকতে চলেছে। পোকো এফ৭ প্রো ফোনও গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। এবার পোকো এফ৭ আলট্রা এবং পোকো এফ৭ প্রো- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এক্স মাধ্যমে পোকো ইন্ডিয়ার চিফ হিমাংশু ট্যান্ডন জানিয়েছেন, ভারতে আসছে পোকো এফ৭ আলট্রা ফোন। একটি ছবিও প্রকাশ্যে এসেছে।
এক্স মাধ্যমে যে ছবি দেখা গিয়েছে, সেই অনুসারে পোকো এফ৭ আলট্রা ফোনের ব্যাক প্যানেলে গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। সম্ভবত তিনটি ক্যামেরা সেনসর থাকতে চলেছে এই ক্যামেরা মডিউলে। আর তার সাইডে থাকবে ফ্ল্যাশ লাইট। হলুদ রং, পোকো ফোনের 'সিগনেচার কালার', অন্যান্য ফোনের মতোই পোকো এফ৭ আলট্রা ফোনও হলুদ রঙের একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে চলেছে।
এবার দেখে নেওয়া যাক পোকো এফ৭ আলট্রা ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে
- কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকতে চলেছে এই ফোনে। এর সঙ্গে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- এছাড়াও এই ফোনে থাকতে পারে ৫৩০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে ১২০ ওয়াটের ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে পোকো এফ৭ আলট্রা ফোনে।
- অ্যান্ড্রয়েড ১৫ বেসড HyperOS 2- এর সাহায্যে পরিচালিত হবে পোকো এফ৭ আলট্রা ফোন। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং টেলিফটো ক্যামেরা থাকতে পারে।
পোকো এফ৭ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে জেনে নিন
এই ফোন মে মাসে লঞ্চ হতে পারে। এই ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। একটি 1.5K রেজোলিউশনের ডিসপ্লেও থাকতে পারে পোকো এফ৭ ফোনে। গ্লাস বডি দেখা যাবে এই ফোনে। সঙ্গে থাকবে মেটাল মিডল ফ্রেম। পোকো এফ৭ ফোনে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
