Redmi Phone: বাঙালির বছর পয়লায় ভারতে আসছে রেডমির নতুন ফোন, কী কী ফিচার থাকবে?
Redmi A5: রেডমি এ৫ ফোন ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ - এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে।

Redmi Phone: রেডমি 'এ' সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবার আসছে রেডমি এ৫ ফোন। আগামীকাল অর্থাৎ ১৫ এপ্রিল দুপুর ১২টায় লঞ্চ হতে চলেছে রেডমির এই ফোন। ভারতে লঞ্চের পর রেডমি এ৫ ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। কয়েকদিন আগে ভারতে লঞ্চ হওয়া পোকো সি৭১ ফোনের সঙ্গে ফিচারের দিক থেকে মিল থাকতে চলেছে রেডমি এ৫ ফোন। এই ফোন কেনা যাবে শাওমি ইন্ডিয়া ই-স্টোর থেকেও। শোনা গিয়েছে, রেডমি এ৫ ফোন 'রয়্যাল ডিজাইন' নিয়ে লঞ্চ হতে চলেছে। টিজার ইমেজে তেমন দেখা গিয়েছে। গ্লোবাল মার্কেটে রেডমি এ৫ ফোন যেভাবে লঞ্চ হয়েছে, সেই ডিজাইন নিয়েই ভারতীয় ভ্যারিয়েন্টও লঞ্চ হতে চলেছে। জয়সলমীর গোল্ড, জাস্ট ব্ল্যাক, পন্ডিচেরি ব্লু- এই তিন রঙে রেডমি এ৫ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে।
রেডমি এ৫ ফোনের কী কী ফিচার থাকতে চলেছে দেখে নিন একনজরে
- রেডমি এ৫ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে। এই স্ক্রিনে ইউজারদের চোখের নিরাপত্তার জন্য ফিচার থাকবে। অর্থাৎ এই ডিসপ্লে দেখলে ইউজারদের চোখে চাপ পড়বে না।
- রেডমি এ৫ ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। গ্লোবাল ভ্যারিয়েন্টেও ছিল এই ব্যাটারিই। অনুমান, ভারতে রেডমির এই ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যেই হতে চলেছে।
- রেডমি এ৫ ফোনে একটি Unisoc T7250 প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৫- গো এডিশনের সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
- এই ফোনে থাকতে পারে ৬.৮৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৩২ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে।
রেডমি এ৫ ফোন ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ - এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। আর এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৬৪৯৯ টাকা এবং ৭৪৯৯ টাকা হতে পারে। পোকো সি৭১ ফোনের ফিচারের সঙ্গে মিল থাকতে পারে আসন্ন রেডমি এ৫ ফোনের। ডিজাইনেও থাকতে পারে অনেক মিল। বোঝা যাচ্ছে, রেডমি এ৫ ফোন ভারতে একটি বাজেট স্মার্টফোন হিসেবে লঞ্চ হতে চলেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
