POCO M3 Pro 5G: M3 Pro 5G আনল POCO, কী থাকছে ফোনে ?
স্ন্যাপড্রাগনের বদলে ডাইমেনসিটি প্রসেসর। ফাইভ জি বাজার ধরতে নতুন চমক পোকোর। মার্কেটে এল POCO M3Pro 5G। তবে ভারতের বাজারে কবে ফোন, তা এখনও নিশ্চিত করেনি কোম্পানি।
বেজিং : স্ন্যাপড্রাগনের বদলে ডাইমেনসিটি প্রসেসর। ফাইভ জি বাজার ধরতে নতুন চমক পোকোর। মার্কেটে এল POCO M3Pro 5G। তবে ভারতের বাজারে কবে ফোন, তা এখনও নিশ্চিত করেনি কোম্পানি।
প্রতিযোগিতার যুদ্ধে অনেক পরে ভারতীয় বাজারে লঞ্চ হয়েছিল পোকো। যদিও অন্য চিনা কোম্পানির সঙ্গে পাল্টা দিতে প্রথম থেকেই ধামাকা মডেল লঞ্চ করেছিল কোম্পানি। মিড রেঞ্জে অনেক ক্ষেত্রেই ফ্ল্যাগশিপ প্রসেসর দিচ্ছিল চিনা কোম্পানি। এবার POCO M3Pro 5G আনল চিনা সংস্থা।
POCO M3Pro 5G-র স্পেসিফিকেশন
৬.৫ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে নতুন এই ফোনে। তবে অ্যামোলেড ডিসপ্লের পরিবর্তে রয়েছে এলসিডি স্ক্রিন। সঙ্গে ৯০ হার্টসের রিফ্রেশ রেট। পাশাপাশি ৪০০ নিটসের ব্রাইটনেস দিয়েছে চিনা কোম্পানি। তাই ফোনের ডিসপ্লে নিয়ে সমস্যা হওয়ার কথা নয় ক্রেতাদের। ফোনের মজবুতির জন্য দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩-এর সুরক্ষা। তাই হাত থেকে পড়ে গেলেই পুরোপুরি ভেঙে যাওয়ার সম্ভাবনা কম।
পোকোর নতুন মডেলে রয়েছে 'আউট অফ দ্য বক্স' অ্যান্ড্রয়েড ১১। পাশাপাশি মি ইউজার ইন্টারফেস ১২তে চলবে ফোন। বার বার চার্জ ফুরোনোর পরিস্থিতি তৈরি হবে না। তাই ক্রেতাদের জন্য ফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। এছাড়াও ফোনে রয়েছে ৩.৫ এমএম-এর জ্যাক। বিশ্বের কিছু দেশে পোকোর নতুন মডেলে পাওয়া যাবে এনএফসি সাপোর্ট।
POCO M3Pro 5G-র ক্যামেরা
সব মিলিয়ে ফোনে থাকছে চারটি ক্যামেরা। রেয়ার ক্যামেরার জন্য ফোনে রয়েছে তিনটি সেন্সর। যার মধ্যে প্রাইমারি সেন্সর হিসাবে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সলের ক্যামেরা। বাকি ২ মেগাপিক্সেলের ডেপথ ও ম্যাক্রো সেন্সর ফোনে দিয়েছে কোম্পানি। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর।
কোম্পানির বিবৃতি অনুযায়ী- পাওয়ার ব্ল্যাক, পোকো ইয়েলো, কুল ব্লু রঙে নতুন মডেল এনেছে চিনা কোম্পানি। ফাস্টার প্রসেসরের জন্য দেওয়া হয়েছে ৭ ন্যানো মিটারের ডাইমেনসিটি ৭০০ চিপসেট। সম্প্রতি জিএসএম এরিনা ডট কমে-ফোনের ডিটেইল স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। নতুন মডেলে ৪জিবি, ৬৪ জিবি মডেলের দাম ধরা হয়েছে ১৮০ ইউরো। ৬ জিবি ১২৮ জিবি মডেলের ক্ষেত্রে দাম রাখা হয়েছে ২০০ ইউরো।