Poco M4 Pro 5G: ২০ হাজারের বাজেটে ধামাকা ফোন, মিডরেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচার আনল পোকো
Poco M4 Pro 5G: ইউরোপের বাজারে লঞ্চ হয়েছে এই ফোন। দাম রাখা হয়েছে EUR 229 (প্রায় ১৯,৬০০ টাকা)। ৪ জিবি ৬৪ জিবির পাশাপাশি ৬জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ফোনে।
নয়াদিল্লি: মিডরেঞ্জের মার্কেট ধরতে এবার নতুন ফোনে ধামাকা ফিচার আনল পোকো। Poco M4 Pro 5G লঞ্চ করল কোম্পানি। ২০ হাজারের সেগমেন্টে অন্য কোম্পানিকে কড়া টক্কর দিতে পারে এই ফোন।
Poco M4 Pro 5G price: ইউরোপের বাজারে লঞ্চ হয়েছে এই ফোন। দাম রাখা হয়েছে EUR 229 (প্রায় ১৯,৬০০ টাকা)। ৪ জিবি ৬৪ জিবির পাশাপাশি ৬জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ফোনে। যার দাম রাখা হয়েছে EUR 249 (প্রায় ২১,৩০০ টাকা)। মুনলাইট সিলভার, আর্কটিক হোয়াইট, ডিপ ওসেন ব্লু, নাইট ব্ল্যাক শেড রঙে পাওয়া যাচ্ছে Poco M4 Pro 5G।
Poco M4 Pro 5G স্পেসিফিকেশনস
Android 11-এ চলবে Poco M4 Pro 5G। ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডট ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনে। রয়েছে ৯০ হার্টজের রিফ্রেস রেট। MediaTek Dimensity 810 চিপসেট দেওয়া হয়েছে ডিভাইসে। যার ফলে পারফরম্যান্সে সমস্যা হওয়ার কথা নয় ফোনে।
Poco M4 Pro 5G:ক্যামেরা কেমন ফোনের ?
বিল্ড কোয়ালিটির পাশাপাশি ভাল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে ফোনে। প্রাইমারি ক্যামেরা হিসাবে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের লেন্স। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের সঙ্গে এই ফোনে রয়েছে নাইট মোড ও এলইডি ফ্ল্যাস। সেলফির জন্য ফোনে দেওয়া হয়েছে ১৬ মেগার ক্যামেরা শ্যুটার। ৫০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। ১৯৫ গ্রামের এই ফোনের ওয়েট ব্যালেন্স ঠিক হলে আরও হালকা মনে হবে এই ফোন।
আগেই চিনে লঞ্চ হয়েছিল এই ফোন। এবার লঞ্চ হল ইউরোপের বাজারে। তবে ভারতের মার্কেটে কবে এই ফোন আসছে তা এখনও জানা যায়নি।খুব সম্ভবত ২০২২ সালের শুরুতেই দেশের মোবাইল মার্কেটে এই ফোন লঞ্চ করবে চিনা কোম্পানি।
আরও পড়ুন : Facebook Update : ফেসবুকের বিরুদ্ধে বড় অভিযোগ, হতে পারে মামলা
আরও পড়ুন : Samsung S22-র গোপন তথ্য ফাঁস, এইদিন আসছে স্যামসাঙের ফ্ল্যাগশিপ ফোন