Poco Phones: পোকো এম৭ প্লাস ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে ভারতে? দাম কত হতে পারে?
Poco M7 Plus 5G: পোকো এম৭ ৫জি এবং পোকো এম৭ প্রো ৫জি - এই দুই ফোন আগেই লঞ্চ হয়েছে ভারতে। এবার আসছে পোকো এম৭ প্লাস ৫জি ফোন।

Poco Phones: পোকো এম৭ প্লাস ৫জি ফোন (Poco M7 Plus 5G) লঞ্চ হতে চলেছে ভারতে। অনুমান, পোকো এম৭ ৫জি সিরিজের (Poco M7 5G Series) শেষ ফোন হতে চলেছে এটি। এই সিরিজে আরও ২ ফোন আগেও লঞ্চ হয়েছে দেশে। পোকো এম৭ ৫জি এবং পোকো এম৭ প্রো ৫জি - এই দুই ফোন আগেই লঞ্চ হয়েছে ভারতে। এবার আসছে পোকো এম৭ প্লাস ৫জি ফোন। এই মডেলে থাকতে চলেছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও থাকবে রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট। এই ফোনের সাহায্যে অন্য ফোনে এবং ছোটখাটো ডিভাইসে চার্জ দেওয়া যাবে।
পোকো এম৭ প্লাস ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে ভারতে এবং দাম কত হতে পারে (সম্ভাব্য)
আগামী ১৩ অগস্ট বেলা ১২টায় এই ফোন লঞ্চ হবে ভারতে। পোকো এম৭ প্লাস ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার কম থেকেই শুরু হতে পারে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি সংস্থার তরফে। ফ্লিপকার্টে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অতএব বোঝা যাচ্ছে, দেশে লঞ্চের পর এই ফোন অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। এছাড়াও অফলাইনে এই ফোন কেনা যাবে। কোন কোন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পোকো এম৭ প্লাস ৫জি ফোন লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি।
পোকো এম৭ প্লাস ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একনজরে
- ৬.৯ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে পোকো এম৭ প্লাস ৫জি ফোনে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হতে পারে।
- কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট থাকতে পারে পোকো সংস্থার এই ফোনে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।
- এই ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে বলে শোনা গিয়েছে।
- পোকো এম৭ প্লাস ৫জি ফোনে একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ থাকলে এই ফোনে ১২ ঘণ্টার জন্য নেভিগেশন, ২৪ ঘণ্টার ভিডিও প্লেব্যাক, ২৭ ঘণ্টার জন্য সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ১৪৪ ঘণ্টা পর্যন্ত অফলাইন মিউজিক প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে।
- পোকো সংস্থার দাবি তাদের এই ফোনে রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট থাকার কারনে এই ফোনের সাহায্যে অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোনে চার্জ দেওয়া যাবে।























