Poco Pad: পোকো প্যাড লঞ্চ হতে চলেছে ভারতে, এই ট্যাবে কী কী ফিচার থাকতে পারে?
Poco Tablet: পোকো প্যাড মডেলে ১২.১ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই স্ক্রিনে Dolby Vision সাপোর্ট পাবেন ব্যবহারকারীরা।
Poco Pad: গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছে। এবার ভারতে লঞ্চ হতে চলেছে পোকো প্যাড (Poco Pad)- এই ট্যাব। জানা গিয়েছে, দেশে লঞ্চের পর ফ্লিপকার্ট (Flipkart) থেকে পোকো প্যাড কেনা যাবে। তবে কবে এই ট্যাব (Poco Tab) ভারতে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। অনুমান, পোকো প্যাড মডেলের ভারতীয় ভ্যারিয়েন্টে গ্লোবাল মডেলের মতোই কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও এই ট্যাবে ১০,০০০ এমএএইচের একটি ব্যাটারি থাকতে পারে। Dolby Audio ফিচার যুক্ত কোয়াড স্পিকার থাকতে পারে এই ট্যাবে। এর পাশাপাশি পোকো প্যাড মডেলে ১২.১ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই স্ক্রিনে Dolby Vision সাপোর্ট পাবেন ব্যবহারকারীরা। সম্ভবত অগস্ট মাসেই ভারতে লঞ্চ হবে পোকো সংস্থার এই ট্যাব।
পোকো প্যাড - এই ট্যাবের সম্ভাব্য ফিচার এবং দাম (গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে ফিচারে মিল থাকতে পারে)
- পোকো প্যাড - এই ট্যাবের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে ১২.১ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন লেয়ার।
- এই ট্যাবে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকবে। আর ট্যাব পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ HyperOS এর সাহায্যে।
- পোকো প্যাড ট্যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে এই ট্যাবে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট থাকতে পারে এই ট্যাবে।
- Dolby Atmos সাপোর্ট যুক্ত কোয়াড স্পিকার থাকতে পারে ট্যাবে। এছাড়াও থাকতে পারে ১০,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভারতে পোকো এম৬ প্লাস ৫জি ফোনের বিক্রি শুরু হয়েছে
পোকো এম৬ প্লাস ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। গ্রাফাইট ব্ল্যাক, আইস সিলভার এবং মিস্টি ল্যাভেন্ডার- এই তিন রঙে কেনা যাবে পোকো এম৬ প্লাস ৫জি ফোন। পোকো এম৬ প্লাস ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ AE (accelerated edition) চিপসেট। এই ফোনে ৫০৩০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় তীব্র আকর্ষণ? এখনই সতর্ক হোন, কীভাবে কমাবেন এই ঝোঁক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।