Poco Phones: নতুন 'পোকো' ফোন আসছে দেশে, ভারতে লঞ্চ হবে পোকো এফ৭, কবে?
Poco F7: অনুমান, পোকো এফ৭ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে জুন মাসের তৃতীয় সপ্তাহে, ১৭ অথবা ১৯ জুন। সেই সঙ্গে এও শোনা যাচ্ছে, ভারতেও ওই একই দিনে লঞ্চ হতে পারে পোকো এফ৭ ফোন।

Poco Phones: নির্দিষ্ট কয়েকটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে পোকো এফ৭ ফোন (Poco F7 Phone)। ভারতেও লঞ্চ হবে এই ফোন, তেমনটাই শোনা গিয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য ফিচার সম্পর্কে কিছু তথ্য পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, পোকো এফ৭ ফোনের গ্লোবাল এবং ভারতীয় ভ্যারিয়েন্টে আলাদা ধরনের ব্যাটারি থাকবে। পোকো এফ৭ প্রো এবং পোকো এফ৭ আলট্রা ফোন আগেই লঞ্চ হয়েছে কিছু জায়গায়। সেই দলেই নাম জুড়তে চলেছে পোকো এফ৭ ফোনের।
ভারতে কবে লঞ্চ হতে পারে পোকো এফ৭ ফোন
অনুমান, পোকো এফ৭ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে জুন মাসের তৃতীয় সপ্তাহে, ১৭ অথবা ১৯ জুন। সেই সঙ্গে এও শোনা যাচ্ছে, ভারতেও ওই একই দিনে লঞ্চ হতে পারে পোকো এফ৭ ফোন। চিনে আগেই লঞ্চ হয়েছে রেডমি টার্বো ৪ প্রো ফোন। বলা হচ্ছে, পোকো এফ৭ ফোন চিনে লঞ্চ হওয়া রেডমি টার্বো ৪ প্রো ফোনের মতোই হতে চলেছে। অর্থাৎ দুই ফোনের ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশনে মিল থাকার সম্ভাবনা রয়েছে। ভারতে পোকো এফ৭ ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে অনুমান, আর খুব বেশি দেরি নেই।
পোকো এফ৭ ফোনে কী কী ফিচার থাকতে পারে
- কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর থাকতে পারে পোকো এফ৭ ফোনে। এই প্রসেসরের সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৫ বেসড HyperOS 2.0- এর সাপোর্টে পরিচালিত হবে পোকো এফ৭ ফোনে।
- পোকো এফ৭ ফোনে ৬.৮৩ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। 1.5K রেজোলিউশন যুক্ত LTPS OLED ডিসপ্লে থাকতে চলেছে পোকো এফ৭ ফোনে।
- এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না ফোন।
- পোকো এফ৭ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে চলেছে। ফোনের ডিসপ্লের উপর ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- শোনা যাচ্ছে, পোকো এফ৭ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এছাড়াও গ্লোবাল ভ্যারিয়েন্টে ৬৫৫০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে বলে শোনা গিয়েছে। আর দুই ধরনের ভ্যারিয়েন্টেই ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।






















