Poco Smartphone: ভারতে আসছে পোকো এক্স৬ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হতে চলেছে? কী প্রসেসর থাকবে?
Poco X6 Series: পোকো ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পোকো এক্স৬ সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।
Poco Smartphone: পোকো (Poco) সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৬ সিরিজ (Poco X6 Series)। শাওমির সাব-ব্র্যান্ড পোকোর আসন্ন স্মার্টফোন সিরিজে পোকো এক্স৬ (Poco X6) এবং পোকো এক্স৬ প্রো (Poco X6 Pro)- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। পোকো এক্স৫ সিরিজের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৬ সিরিজ। সংস্থার দাবি, পোকো এক্স৬ সিরিজের ফোনই ভারতের বাজারে লঞ্চ হতে চলা প্রথম মডেল হতে চলেছে যেখানে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর থাকবে। এর মধ্যে পোকো এক্স৬ প্রো ৫জি ফোন আবার রেডমি কে৭০ই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে বলে শোনা যাচ্ছে।
এক্স মাধ্যমে পোকো ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পোকো এক্স৬ সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে অনুমান, জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরের প্রথমেই এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে। অন্যদিকে আবার শোনা গিয়েছে, পোকো এক্স৬ সিরিজের এই ওয়েবপেজ দেখা গিয়েছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে ওয়েবসাইটে। এর থেকে অনুমান, দেশে লঞ্চের পর পোকো এক্স৬ সিরিজের ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
পোকো এক্স৬ প্রো ফোন যদি রেডমি কে৭০ই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয় তাহলে এই দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনের মিল থাকবে। এবছর নভেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছে রেডমি কে৭০ই ফোন। এবার রেডমি কে৭০ই ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক একনজরে।
- এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির OLED 1.5K রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর রয়েছে। তার সঙ্গে ১৬ জিবি LPDDR5x র্যাম ও সর্বোচ্চ ১ টিবি UFS4.0 স্টোরেজ যুক্ত রয়েছে।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রেডমি কে৭০ই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে যা আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত।
- রেডমির এই ফোনে ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে।
পোকো এম৬ ৫জি
কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে পোকো এম৬ ৫জি। বলা হচ্ছে এটি এখনও পর্যন্ত সবচেয়ে সস্তার ৫জি ফোন। পোকো সংস্থার এই ৫জি মডেলে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১০,৪৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৩,৪৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এক্সক্লুসিভ ভাবে কেনা যাবে এই ফোন।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে প্রথম ফোন যেখানে স্টোরেজ থাকবে ২৫৬ জিবি, দাম হবে ৮০০০ টাকার কম !