Poco Phones: ভারতে আসছে নতুন পোকো ফোন, কোন ফোনের সঙ্গে মিল থাকবে ?
Poco X7 Pro: ভারতে পোকো সংস্থার এই ফোন কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা করেনি পোকো সংস্থা।
Poco Phones: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৭ প্রো ফোন (Poco X7 Pro)। শোনা গিয়েছে, এই ফোন রেডমি নোট ১৪ প্রো প্লাস (Redmi Note 14 Pro Plus) মডেলের রিব্র্যান্ডেড ভার্সানের (Rebranded Version) পোকো এক্স৭ প্রো ফোন লঞ্চ হতে চলেছে। পোকো এক্স৬ প্রো (Poco X6 Pro) ফোনের সাকসেসর হিসেবে পোকো এক্স৭ প্রো ফোন লঞ্চ হতে চলেছে। বলা হচ্ছে, পোকো এক্স৭ প্রো ফোন প্রথম স্মার্টফোন হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে যেখানে অ্যান্ড্রয়েড ১৫ বেসড HyperOS 2.0- এর সাপোর্ট থাকবে। অনুমান, ডিসেম্বর মাসে পোকো এক্স৭ প্রো ফোন ভারতে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। পোকো সংস্থাও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
রেডমি নোট ১৪ প্রো প্লাস ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন পরিচালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেটের সাহায্যে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে।
- রেডমি নোট ১৪ প্রো প্লাস ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট টেলিফটো ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ২০ মেগাপিক্সেলের সেনসর।
- রেডমির এই ফোনে ৬২০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না ফোন।
রিয়েলমির একটি নতুন ফোন আসছে ভারতে যেখানে থাকবে কার্ভ ডিসপ্লে
রিয়েলমি নারজো ৭০ সিরিজের একটি কার্ভ ডিসপ্লে যুক্ত ফোন ভারতে লঞ্চ হবে বছরের শেষভাগে অর্থাৎ ডিসেম্বর মাসের শেষদিকে। রিয়েলমি নারজো ৭০ কার্ভ লঞ্চ হতে চলেছে দেশে। রিয়েলমি নারজো ৭০ সিরিজের পঞ্চম মডেল হিসেবে এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এর আগে রিয়েলমি নারজো ৭০ সিরিজের যে সমস্ত ফোন ভারতে লঞ্চ হয়েছে সেগুলির মধ্যে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট। নতুন কার্ভ ডিসপ্লে যুক্ত মডেলে কোন প্রসেসর থাকবে তা এখনও জানা যায়নি। তবে অনুমান, হয়তো মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসরই থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।