PSLV-C53: ইসরোর নতুন সাফল্য, সিঙ্গাপুরের তিনটি রকেট উৎক্ষেপণ হল শ্রীহরিকোটা থেকে
ISRO: ইসরো তাদের PSLV-35 রকেটের সাহায্যে এই তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। সিঙ্গাপুর থেকে আনা হয়েছে এই তিনটি রকেট।
কলকাতা: নতুন মাইলফলক ছুঁয়ে ফেলেছে ইসরো (ISRO)। এবার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের শ্রীহরিকোটা লঞ্চ প্যাড থেকে মোট তিনটি স্যাটেলাইট (Satellite) উৎক্ষেপণ করেছে ইসরো। PSLV-35 রকেটের সাহায্যে এই তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ের অভিযান সফল হয়েছে। যে তিনটি স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে সেগুলি সিঙ্গাপুরের। নির্দিষ্ট অরবিটেই তাদের পৌঁছে দিতে সফল হয়েছে ইসরোর PSLV-35 রকেট। সিঙ্গাপুর থেকে আসা যে তিনটি স্যাটেলাইট ইসরো সম্প্রতি লঞ্চ করেছে সেগুলি হল DS-EO, একটি ৩৬৫ কেজির NeuSAR এবং একটি ১৫৫ কেজি ওজনের স্যাটেলাইট। এই তিন নম্বর স্যাটেলাইটটি এসেছে সিঙ্গাপুরের Nanyang Technological University (NTU) থেকে। এই হল একটি ২.৮ কেজির Scoob-1 স্যাটেলাইট।
জানা গিয়েছে, এই মিশন ছিল ইসরোর ৫৫তম অভিযান। অন্যদিকে এই মিশন, ইসরোর কমার্সিয়াল বিভাগ NewSpace India Limited (NSIL)- এর দ্বিতীয় অভিযান। ৩০ জুন সন্ধ্যা ৬টা ২ মিনিটে সিঙ্গাপুর থেকে আনা ওই তিনটি স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে। মিশন শুরুর কিছুক্ষণ পরই ইসরোর তরফে জানানো হয়েছে ৫৭০ কিলোমিটার উচ্চতায় কাঙ্খিত অরবিটেই এই তিন স্যাটেলাইটকে স্থাপন করতে সক্ষম হয়েছে ইসরোর PSLV-35 রকেট। জানা গিয়েছে, এই রকেটে রয়েছে চারটি পর্যায়। ৪৪.৪ মিটার লম্বা এই রকেটের ওজন ২২৮.৪৩৩ টন।
DS-EO- এই স্যাটেলাইটে রয়েছে একটি ইলেকট্রো অপটিক এবং মাল্টি স্পেকট্রাল পেলোড। এর সাহায্যে পৃথিবীর ভূমিভাগের শ্রেণিবিন্যাসের জন্য পুরোপুরি রঙিন ছবি শেয়ার করবে। এছাড়াও ইসরো জানিয়েছে যে বিপর্যয়ের সময় কীরকম ত্রাণের প্রয়োজন রয়েছে বা মানব সহায়তার প্রয়োজন রয়েছে সেটাও জানাবে এই স্যাটেলাইট।
NeuSAR- এই স্যাটেলাইট আবার দিনে, রাতে এবং সমস্ত ধরনের আবহাওয়ায় ভাল মানের ছবি প্রদান করতে পারবে।
Scoob-I- এই স্যাটেলাইট একেবারেই নবীন পর্যায়ে রয়েছে। স্টুডেন্ট স্যাটেলাইট সিরিজে রয়েছে সিঙ্গাপুরের এই স্যাটেলাইট।
ইসরোর PSLV-35 রকেট সিঙ্গাপুরের এই তিনটি স্যাটেলাইট লোয়ার আর্থ অরবিটে স্থাপন করেছে।
আরও পড়ুন- বহুদূরের ছায়াপথে রয়েছে প্রাণ! টেলিস্কোপ বন্দি রেডিও সিগনাল! চিনের দাবি ঘিরে শোরগোল