Realme Earbuds: রিয়েলমির নতুন ইয়ারবাডস আসছে ভারতে, কবে লঞ্চ? একবার চার্জ দিলে চলবে কতক্ষণ?
Realme Buds N1: কটি ইন-ইয়ার ডিজাইন থাকতে চলেছে রিয়েলমি বাডস এন১ মডেলে। সিলিকন টিপস এবং রাউন্ডেড স্টেমও দেখা যাবে এই ইয়ারবাডসে।
Realme Earbuds: রিয়েলমি বাডস এন১ (Realme Buds N1), এই ইয়ারবাডস ভারতে লঞ্চ করতে চলেছে রিয়েলমি (Realme Earbuds) সংস্থা। রিয়েলমি কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় এই ইয়ারবাডস দেশে লঞ্চ হবে। রিয়েলমি বাডস এন১ মডেলও একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন হতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ইয়ারবাডসের সম্ভাব্য কিছু ফিচার এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। ভারতে লঞ্চের পর রিয়েলমি বাডস এন১ ইয়ারবাডস কেনা যাবে রিয়েলমি ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। এই ইয়ারবাডসের সঙ্গে থাকবে আয়তাকার চার্জিং কেস। হাল্কা সবুজ রঙে হবে এই চার্জিং কেস। একটি ইন-ইয়ার ডিজাইন থাকতে চলেছে রিয়েলমি বাডস এন১ মডেলে। সিলিকন টিপস এবং রাউন্ডেড স্টেমও দেখা যাবে এই ইয়ারবাডসে। প্রতিটি ইয়ারবাডসের স্টেমের নীচের অংশে থাকতে চলেছে চার্জিং কানেক্টর। আর চার্জিং কেসের নীচের অংশে রয়েছে এলইডি চার্জিং ইন্ডিকেটর লাইট।
রিয়েলমি বাডস এন১ ইয়ারবাডসে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে চলেছে, একনজরে দেখে নেওয়া যাক
- ১২.৪ মিলিমিটারের ডায়নামিক বাস ড্রাইভার্স থাকতে চলেছে রিয়েলমি বাডস এন১ ইয়ারবাডসে। ইউজারদের ২৬০ ডিগ্রি স্প্যাশিয়াল অডিও এক্সপিরিয়েন্স দেবে এই ইয়ারবাডস, এমনটাই দাবি রিয়েলমি সংস্থার।
- এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনে ৪৬ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।
- চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসের পুরো ব্যাটারি লাইফ বজায় থাকবে ৪০ ঘণ্টা পর্যন্ত।
ভারতে আরও একটি ইয়ারবাডস লঞ্চ হতে চলেছে
ওয়ানপ্লাস নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ইয়ারবাডস লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ১৭ সেপ্টেম্বর দেশে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ (OnePlus Nord Buds 3) - এই ইয়ারবাডস। শোনা গিয়েছে, এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডস হতে চলেছে। দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ ইয়ারবাডস। এর আগে ভারতে এবছর জুলাই মাসে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ প্রো ইয়ারবাডস। সেই দলেই এবার যুক্ত হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ ইয়ারবাডস। ওয়ানপ্লাস ইন্ডিয়ার প্রোডাক্ট পেজে বর্তমানে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ ইয়ারবাডসের ডিজাইন দেখা গিয়েছে। ধূসর রঙে এই ইয়ারবাডস লঞ্চ হতে চলেছে। এছাড়াও সম্ভবত থাকছে সাদা রঙের একটি মডেল।
আরও পড়ুন- নতুন ইয়ারবাডস কিনবেন? ওয়ানপ্লাস লঞ্চ করছে নয়া মডেল, দেখতে কেমন হবে? কী কী ফিচারই বা থাকছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।