Realme C33: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে আসছে রিয়েলমি সি৩৩, লঞ্চ কবে?
Realme Smartphone: ভারতে রিয়েল 'সি' সিরিজের নতুন ফোন রিয়েলমি সি৩৩ লঞ্চ হতে চলেছে আগামী ৬ সেপ্টেম্বর।
Realme C33: রিয়েলমি ‘সি’ সিরিজের (Realme C Series) নতুন একটি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। শোনা গিয়েছে, রিয়েলমি সি৩৩ (Realme C33) ফোন আগামী ৬ সেপ্টেম্বর লঞ্চ হবে ভারতে। রিয়েলমি সংস্থা জানিয়েছে তাদের আসন্ন এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। এছাড়াও থাকবে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে রিয়েলমি সি৩৩ ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং স্লিম ডিজাইন নিয়ে লঞ্চ হতে পারে এই ফোন। ভারতে তিনটি রঙে লঞ্চ হতে পারে এই ফোন।
ব্যাটারি- রিয়েলমি সি৩৩ ফোনে ৫০০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি থাকবে বলে জানিয়েছে সংস্থা। এই ব্যাটারি ৩৭ দিনের স্ট্যান্ডবাই টাইম দেবে বলেও শোনা যাচ্ছে। এছাড়াও থাকবে একটি আলট্রা সেভিং মোড। এক্সটেন্ডেড ব্যাটারি লাইফের জন্য এই ফিচার থাকবে বলে জানা গিয়েছে।
ডিজাইন এবং ওজন- ৮.৩ মিলিমিটারের স্লিম ডিজাইন এবং প্রায় ১৮৭ গ্রাম ওজন সমেত লঞ্চ হতে পারে রিয়েলমি সি৩৩ ফোন। তিনটি রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। Sandy Gold, Aqua Blue, Night Sea- এই তিন রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি সি৩৩ ফোন। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি সি৩৩ ফোন। এই ফোনের দাম হতে পারে ৯৫০০ টাকা থেকে ১০,৫০০ টাকার মধ্যে। সম্ভবত বেস ভ্যারিয়েন্টের দাম এই রেঞ্জে থাকতে পারে।
রেডমি স্মার্টফোন
আগামী ৬ সেপ্টেম্বর রেডমিরও দু'টি ফোন লঞ্চ হবে। তার মধ্যে একটি হল রেডমি এ১। অন্যটি রেডমি ১১ প্রাইম ৫জি ফোন। জানা গিয়েছে, রেডমি এ১ ফোনে একটি মিডিয়াটেক চিপসেট থাকতে পারে। তবে নিশ্চিত ভাবে কোন চিপসেট থাকবে তা জানা যায়নি। তবে যে নতুন প্রসেসর রেডমি এ১ ফোনে থাকবে শোনা যাচ্ছে তার সাহায্যে ক্লিন অডিও এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা। রেডমির আসন্ন এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি। এর পাশাপাশি শোনা যাচ্ছে লেদার টেক্সচারের রেয়ার প্যানেল থাকতে পারে রেডমি এ১ ফোনে। অন্যদিকে শোনা গিয়েছে, ভারতে রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যে হবে বলে মনে করা হচ্ছে।