এক্সপ্লোর
Realme C55: ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি সি৫৫? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
Realme Smartphone: রিয়েলমি সি৫৫ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
Realme C55: সদ্যই ভারতে লঞ্চ হয়েছে রিয়েল সি৩৩ ২০২৩ এডিশন (Realme C33 2023) ফোন। মার্চ মাসেই ভারতে আরও একটি ফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে রিয়েলমি সংস্থার। শোনা যাচ্ছে, ২১ মার্চ লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৫৫ (Realme C55) ফোন। রিয়েলমি সংস্থার ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ ট্যুইট করে জানিয়েছেন ২১ মার্চ দুপুর ১২টা ৩০মিনিটে ভারতে লঞ্চ হবে রিয়েলমি সি৫৫ ফোন। এর আগে ইন্দোনেশিয়াতে এই ফোন লঞ্চ হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে ইন্দোনেশিয়ার ভ্যারিয়েন্টের ফিচারের দিক থেকে মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। ভারতে রিয়েলমি সি৫৫ ফোনের দাম কত হতে পারে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। এমনকি ভারতে এই ফোন কোন কোন ভ্যারিয়েন্টে এবং কী কী রঙে লঞ্চ হতে পারে তাও নিশ্চিত ভাবে জানা যায়নি।
রিয়েলমি সি৫৫ ফোনে কী কী ফিচার থাকতে পারে
- এই ফোনে ডুয়াল সিম (ন্যানো) থাকার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক Realme UI- এর সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন।
- রিয়েলমি সি৫৫ ফোনে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।
- এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকতে পারে।
- রিয়েলমি সি৫৫ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এর সঙ্গে থাকতে পারে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে ইন্টারনাল ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারিও থাকতে পারে। তার সঙ্গে ৩৩ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
নোকিয়া সি১২
ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া 'সি' সিরিজের বাজেট ফোন নোকিয়া সি১২। এই ফোনের ২ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। চারকোল, ডার্ক সিয়ান এবং লাইট মিন্ট রঙে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া সি১২ ফোন। ২০ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement