Realme Phones: মার্চেই ফের একদিনে দুটো ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি, কোন কোন মডেল আসছে?
Realme C Series Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৭৫ এবং রিয়েলমি সি৭১- এই দুই ফোন।

Realme Phones: ভারতে একসঙ্গে দুটো নতুন ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি সংস্থা। রিয়েলমি সি সিরিজের দুটো ফোন লঞ্চ হবে ভারতে। জানা গিয়েছে, রিয়েলমি সি৭৫ এবং রিয়েলমি সি৭১- এই দুই ফোন লঞ্চ হবে দেশে। রিয়েলমি সি৭৫ ফোন তিনটি রঙে এবং দুটো র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকতে পারে। জানা গিয়েছে, রিয়েলমি সি৭৫ এবং রিয়েলমি সি৭১- এই দুই ফোন আগামী ২৫ মার্চ একসঙ্গে ভারতে লঞ্চ হতে চলেছে। বলা হচ্ছে, রিয়েলমি সি৭৫ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হবে ভারতে। মিডনাইট লিলি, লিলি হোয়াইট এবং পার্পল ব্লসম- এই তিন রঙে পাওয়া যাবে রিয়েলমির নতুন ফোন।
সম্প্রতি রিয়েলমির দুটো ফোন একই দিনে লঞ্চ হয়েছে ভারতে
রিয়েলমি পি৩ আলট্রা ৫জি এবং রিয়েলমি পি৩ ৫জি - এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে। আলট্রা মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ আলট্রা প্রসেসর। অন্যদিকে বেস ভ্যারিয়েন্টে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট। রিয়েলমির এই দুই ফোনেই ৬০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট রয়েছে। আলট্রা ভ্যারিয়েন্টে রয়েছে ৮০ ওয়াটের এআই বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট। রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনে একটি বিশেষ গ্লো-ইন-দ্য-ডার্ক রেয়ার প্যানেল রয়েছে। স্টারলাইট লিঙ্ক প্রসেসের সাহায্যে এই প্যানেল অন্ধকারেও জ্বলজ্বল করবে।
ভারতে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি- এই দুই ফোন অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর এবং অন্যান্য রিটেল স্টোর থেকে অফলাইনে কেনা যাবে।
ভিভোর নতুন ফোন এপ্রিলে লঞ্চ হতে পারে ভারতে
ভারতে লঞ্চ হতে চলেছে ভিভোর একটি নতুন ফোন। এবার লঞ্চ হবে ভিভো ভি৫০ই মডেল। শোনা গিয়েছে, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ভিভোর এই ফোন লঞ্চ হবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ফোনের সম্ভাব্য ডিজাইন। এপ্রিল মাসে কবে ভিভোর এই ফোন লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে যেহেতু এই ফোনের নাম দেখা গিয়েছে, তার থেকে অনুমান, ভিভো ভি৫০ই ফোনের ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। ডিজাইনের ক্ষেত্রে ভিভো এস২০ ফোনের সঙ্গে মিল থাকতে চলেছে ভিভো ভি৫০ই ফোনের। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো এস২০ ফোন চিনে লঞ্চ হয়েছিল গত বছর নভেম্বর মাসে। এবছর ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি৫০ ফোন। সেই দলেই নাম জুড়তে চলেছে ভিভো ভি৫০ই ফোনেরও।






















