Realme Phones: ভারতে ব্যবসা বাড়াচ্ছে রিয়েলমি, ফের আসছে নয়া ফোন, কী কী ফিচার থাকতে পারে?
Realme GT 7 Pro: রিয়েলমি জিটি ৭ প্রো মডেলে অতি শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকবে। এটিই ভারতের প্রথম রিয়েলমি ফোন হতে চলেছে যেখানে এই অত্যাধুনিক প্রসেসর থাকবে।
Realme Phones: রিয়েলমি জিটি ৭ প্রো, চিনে নভেম্বর মাসে লঞ্চ হবে। শোনা যাচ্ছে, গ্লোবাল মার্কেটে লঞ্চ তারপরেই। আর তার কয়েক সপ্তাহের মধ্যেই লঞ্চ করবে ভারতের বাজারে। এর আগেও রিয়েলমি সংস্থা তাদের 'জিটি' সিরিজের অনেক ফোন ভারতে লঞ্চ করেছে। মূলত গেমিং ফোন হিসেবে জনপ্রিয় রিয়েলমি 'জিটি' সিরিজের বিভিন্ন ফোন। আর গেমিং ফোন হওয়ার দরুণ এইসব ফোনে রয়েছে অত্যাধুনিক প্রসেসর, ফোন ঠান্ডা রাখার আধুনিক প্রযুক্তি, শক্তিশালী ব্যাটারি এবং অডিও সাপোর্ট, দুর্দান্ত গুণমানের ডিসপ্লে। শোনা যাচ্ছে, রিয়েলমি জিটি ৭ প্রো ফোন ভারতে লঞ্চ হবে একগুচ্ছ এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফিচার নিয়ে। এই ফোনে থাকবে কোয়ালকমের প্রসেসর, এমনটাই অনুমান। কারণ সূত্রের খবর কোয়ালকম এবং গুগলের সঙ্গে একজোট হয়েই রিয়েলমি সংস্থা তাদের 'জিটি' সিরিজের নতুন ফোন ভারতে লঞ্চ করবে।
ভারতে যথেষ্ট জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। সস্তায় ৫জি ফোন লঞ্চের ব্যাপারেও বেশ এগিয়ে রয়েছে এই সংস্থা। তরুণ প্রজন্মকে নিশানা করে একাধিক গেমিং ফোনও এ দেশে লঞ্চ করেছে রিয়েলমি সংস্থা। সম্প্রতি একটি ইভেন্টে রিয়েলমি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তাদের আগামী ফোন রিয়েলমি জিটি ৭ প্রো মডেলে অতি শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকবে। এটিই ভারতের প্রথম রিয়েলমি ফোন হতে চলেছে যেখানে এই অত্যাধুনিক প্রসেসর থাকবে। অনুমান, নভেম্বর মাসেই রিয়েলমি জিটি ৭ প্রো ফোন চিনে এবং ভারতে লঞ্চ হবে। তবে দিনক্ষণ নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি।
বর্তমানে একাধিক স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ফোন তৈরির ক্ষেত্রে শক্তিশালী প্রসেসরের দিকেই নজর দিচ্ছে। একটি ডিভাইসে শক্তিশালী প্রসেসর থাকার অর্থ হল তা অত্যন্ত দ্রুত গতিতে সাবলীল ভাবে কাজ করবে। একসঙ্গে ফোনে একাধিক কাজ করা যাবে। হাই কোয়ালিটির গেম খেলা যাবে। সম্প্রতি আইকিউওও সংস্থার ক্ষেত্রেও এমনই একটি ফোনের নাম শোনা গিয়েছে। ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও ১৩ ফোন। আইকিউওও ১২ ফোনের সাকসেসর মডেল হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, আইকিউওও ১৩ ফোন চিনে লঞ্চ হতে চলেছে আগামী ৩০ অক্টোবর। এই ফোন ভারতেও লঞ্চ হবে একথা জানিয়েছে আইকিউওও কর্তৃপক্ষ। তবে নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ্যে আসেনি। আইকিউওও ১৩ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। এর সঙ্গে সংস্থার একটি নিজস্ব কিউ২ গেমিং চিপসেট থাকতে পারে। আইকিউওও সংস্থার সিইও নিপুণ মার্যা জানিয়েছেন, আইকিউওও ১৩ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। ভারতে লঞ্চের পর এই ফোন আইকিউওও ইন্ডিয়া ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে।