Realme Phones: লঞ্চের আগেই দামের আভাস, গেম খেলতে ভালবাসলে কিনতে পারেন এই মডেল
Realme GT 7 Pro: বিভিন্ন সূত্রে খবর, রিয়েলমি জিটি ৭ প্রো ফোন হয়তো নভেম্বর মাসেই চিনে এবং ভারতে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
Realme Phones: রিয়েলমির নতুন ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ভারতে লঞ্চ হবে জিটি সিরিজের একটি মডেল। রিয়েলমি জিটি ৭ প্রো লঞ্চ হওয়ার কথা রয়েছে দেশে। চিনে ইতিমধ্যেই রিয়েলমি 'জিটি' সিরিজের এই ফোন লঞ্চ হয়েছে। সাধারণত চিনের সংস্থা নির্মিত ফোনের দাম চিনের থেকে ভারতে খুব একটা হেরফের হয় না। তাই রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের দাম ভারতে কত হতে পারে তার একটা অনুমান লঞ্চের আগেই করা সম্ভব হয়েছে। চিনে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের বেস মডেল লঞ্চ হতে পারে CNY 3999 দামে, ভারতীয় মুদ্রায় ৪৭,১০০ টাকা প্রায়। অনুমান, ভারতেও রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম এর আশপাশেই থাকবে। বিভিন্ন সূত্রে খবর, রিয়েলমি জিটি ৭ প্রো ফোন হয়তো নভেম্বর মাসেই চিনে এবং ভারতে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির OLED Plus ডিসপ্লে। এই ডিসপ্লের উপর সুরক্ষার জন্য থাকতে পারে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন লেয়ার। এর ফলে ফোন হাত থেকে পড়ে গেলে বা কোথাও ঘষা খেলে সহজে স্ক্র্যাচ বা দাগ পড়বে না। Dolby Vision সাপোর্ট থাকার কথা রয়েছে এই ফোনের ডিসপ্লেতে।
রিয়েলমির এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট ৩ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। ১২ জিবি, ১৬ জিবি এবং ২৪ জিবি র্যাম নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। আর ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে এবং মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অ্যান্ড্রয়েড ১৫ সাপোর্ট রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে থাকবে বলে শোনা গিয়েছে এবং এই ফোন পরিচালিত হতে পারে Realme UI 6.0- এর সাহায্যে। একদম লেটেস্ট সফটওয়্যার আপডেট থাকবে এই ফোনে।
ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে রিয়েলমির আসন্ন ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (৩এক্স উপটিকাল জুম যুক্ত) থাকার কথা রয়েছে। এছাড়াও ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে। এছাড়াও থাকতে পারে ইন-ডিসপ্লে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেনসর। রিয়েলমি এই ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে।