(Source: ECI/ABP News/ABP Majha)
Realme Smartphones: আসছে রিয়েলমি জিটি নিও ৬ সিরিজের স্পেশ্যাল এডিশনের ফোন, কী কী ফিচার থাকতে পারে?
Realme GT Neo 6 SE: রিয়েলমি জিটি নিও ৬ স্পেশ্যাল এডিশন ফোনে ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও রিয়েলমির এই ফোনে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
Realme Smartphones: রিয়েলমি জিটি নিও ৬ সিরিজের (Realme GT Neo 6 Series) দুটো ফোন চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের শেষদিকে লঞ্চের সম্ভাবনা রয়েছে। রিয়েলমি জিটি নিও ৬ (Realme GT Neo 6) ফোনের সঙ্গে লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি নিও ৬ স্পেশ্যাল এডিশনের (Realme GT Neo 6 SE) ফোন। এই দুই ফোন লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি নিও ৫ (Realme GT Neo 5) এবং রিয়েলমি জিটি নিও ৫ স্পেশ্যাল এডিশনের (Realme GT Neo 5 SE) ফোনের সাকসেসর মডেল হিসেবে। সম্প্রতি রিয়েলমি জিটি নিও ৬ স্পেশ্যাল এডিশনের ফোন সম্পর্কে সম্ভাব্য কিছু ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন একনজরে এইসব তথ্য দেখে নেওয়া যাক।
রিয়েলমি জিটি নিও ৬ স্পেশ্যাল এডিশন ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
- রিয়েলমির এই ফোনে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
- এই ফোনে একটি LTPO OLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যেতে পারে।
- রিয়েলমি জিটি নিও ৬ স্পেশ্যাল এডিশন ফোনে ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
সম্প্রতি ভারতে রিয়েলমির দু'টি নতুন ফোন লঞ্চ হয়েছে
ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২ ৫জি এবং রিয়েলমি ১২ প্লাস ৫জি - এই দুই ফোন। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই দুই ফোনেই। রিয়েলমির এই দুই ফোন পরিচালিত হবে Realme UI 5.0- এর সাহায্যে। রিয়েলমি ১২ ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। অন্যদিকে রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। এই দুই ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ডায়নামিক র্যাম টেকনোলজির সাপোর্ট যার সাহায্যে ফোনের ব্যবহার না হওয়া ইন্টারনাল স্টোরেজের মাধ্যমে ভার্চুয়াল ভাবে র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২১,৯৯৯ টাকা। রিয়েলমি ১২ ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা।
আরও পড়ুন- লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৯ রেসিং এডিশনের নতুন ও বিশেষ ফোন, কী কী ফিচার থাকতে পারে?