Realme Phones: রিয়েলমি 'জিটি' সিরিজের তিন তিনটি ফোন একসঙ্গে লঞ্চ হল ভারতে, দাম কত? কী কী অফার রয়েছে?
Realme GT Series Phones: রিয়েলমি 'জিটি' সিরিজের এই নতুন ফোনগুলিতে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট, ৭০০০ এমএএইচের ব্যাটারি এবং ১২০ ওয়াটের চার্জিং সাপোর্ট।

Realme Phones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি 'জিটি' সিরিজের (Realme GT Series) তিনটি ফোন। রিয়েলমি জিটি ৭ (Realme GT 7), রিয়েলমি জিটি ৭টি (Realme GT 7T) এবং রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন (Realme GT 7 Dream Edition)- এই তিনটে ফোন একসঙ্গে লঞ্চ হয়েছে দেশে। গ্লোবাল মার্কেটেও লঞ্চ হয়েছে রিয়েলমির এই ফোনগুলি। রিয়েলমি 'জিটি' সিরিজের এই নতুন ফোনগুলিতে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট, ৭০০০ এমএএইচের ব্যাটারি এবং ১২০ ওয়াটের চার্জিং সাপোর্ট। রিয়েলমি জিটি ৭ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। অন্যদিকে রিয়েলমি জিটি ৭টি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন ফোন আসলে একটি স্পেশ্যাল এডিশনের স্মার্টফোন যা লঞ্চ হয়েছে Aston Martin- এর F1 Team- এর সঙ্গে একত্রিত হয়ে।
ভারতে রিয়েলমি জিটি ৭ এবং রিয়েলমি জিটি ৭টি ফোনের দাম
রিয়েলমি জিটি ৭ ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৪২,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেল, যার দাম ৪৬,৯৯৯ টাকা। দু'টি রঙে রিয়েলমি জিটি ৭ ফোন লঞ্চ হয়েছে ভারতে।
রিয়েলমি জিটি ৭টি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৪,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের একটি মডেল যার দাম ৪১,৯৯৯ টাকা। তিনটি রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে।
এই দুই ফোন কেনার ক্ষেত্রে থাকছে ব্যাঙ্ক অফার। তার জেরে রিয়েলমি জিটি ৭ এবং রিয়েলমি জিটি ৭টি, এই দুই ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম কমে হবে যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা এবং ২৮,৯৯৯ টাকা। প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। আগামী ৩০ মে দুপুর ১২টা থেকে শুরু হবে ফোনের বিক্রি। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া এবং রিয়েলমির অনলাইন স্টোর থেকে রিয়েলমি জিটি সিরিজের এই দুই ফোন কেনা যাবে।
রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন ফোন লঞ্চ হয়েছে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। Aston Martin Racing Green- এই রঙে পাওয়া যাবে ফোনটি। বিক্রি শুরু হবে ১৩ জুন থেকে।






















