Realme Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০ প্রো, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
Realme Narzo 70 Pro: গাঢ় সবুজ রঙে রিয়েলমি নারজো ৭০ প্রো ফোন লঞ্চ হতে পারে। ফোনের ব্যাক প্যানেলে একটি গ্লসি অর্থাৎ চকচকে ক্যামেরা মডিউল দেখা যাবে। তার ফলে ফোনে একটি ডুয়াল টোন এফেক্ট পাওয়া যাবে।
Realme Smartphones: রিয়েলমি নারজো সিরিজের (Realme Narzo Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবার আসতে চলেছে রিয়েলমি নারজো ৭০ প্রো (Realme Narzo 70 Pro) ফোন। গতবছর রিয়েলমি নারজো ৬০ (Realme Narzo 60) এবং রিয়েলমি নারজো ৬০ প্রো (Realme Narzo 60 Pro) - এই দুই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। এবার তারই সাকসেসর সিরিজের মডেল দেশে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, মার্চ মাসেই হয়তো এই ফোন দেশে লঞ্চ হবে। রিয়েলমি নারজো ৭০ ফোনের লঞ্চ প্রসঙ্গে কিছু জানা যায়নি। অন্যদিকে রিয়েলমি সংস্থা জানিয়েছে নারজো ৭০ প্রো ফোনের ব্যাক প্যানেলে গ্লাস ডিজাইন থাকবে। এই ফোনে একটি ঝলক প্রকাশ্যে এনেছে রিয়েলমি সংস্থা। সেখান থেকে ফোনের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। গাঢ় সবুজ রঙে রিয়েলমি নারজো ৭০ প্রো ফোন লঞ্চ হতে পারে। ফোনের ব্যাক প্যানেলে একটি গ্লসি অর্থাৎ চকচকে ক্যামেরা মডিউল দেখা যাবে। তার ফলে ফোনে একটি ডুয়াল টোন এফেক্ট পাওয়া যাবে। আগের মডেল অর্থাৎ রিয়েলমি নারজো ৬০ প্রো তুলনায় নতুন ফোন রিয়েলমি নারজো ৭০ প্রো ফোনের ডিজাইন অনেকটাই আলাদা।
রিয়েলমি নারজো ৭০ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচারগুলি একনজরে দেখে নেওয়া যাক
- এই ফোনে থাকতে পারে ফ্ল্যাট স্ক্রিন ডিজাইন। slim bezels ডিজাইন দেখা যেতে পারে এই ফোনে। ডিসপ্লের উপরে থাকতে পারে পাঞ্চ হোল কাট আউট। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে।
- রিয়েলমি নারজো ৭০ প্রো ফোনে ৬.৭ ইঞ্চির AMLOED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ফোনের ব্যাক প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল থাকতে পারে।
- এই ফোনে একটি Sony IMX890 ক্যামেরা সেনসর থাকতে পারে। রিয়েলমি নারজো ৭০ প্রো ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার থাকতে পারে। এর সঙ্গে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে।
- রিয়েলমির এই ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। এর পাশাপাশি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভি১৪- এর সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
আরও পড়ুন- আইফোন ১৫- র দামে ১৬ হাজার টাকারও বেশি ছাড় ! কোথায় পাবেন? কত কম দামে কেনা যাবে?