Realme Phones: ভারতে কবে আসছে রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজ? দাম কত হতে পারে ফোনের?
Realme Narzo 90 5G Series: রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজের ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৬ ডিসেম্বর।

Realme Phones: ভারতে আসছে রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজের ফোন। এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হবে রিয়েলমি নারজো ৯০ ৫জি এবং রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোন। এই দুই স্মার্টফোন সম্পর্কেই অনেক তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনেক তথ্য। আনুষ্ঠানিক লঞ্চের আগে রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজের দুই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। এই দুই ফোনে থাকতে চলেছে ৭০০০ এমএএইচের টাইটান ব্যাটারি এবং ৬০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই দুই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে বলে শোনা গিয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজের ফোনের জন্য তৈরি হয়েছে মাইক্রোসাইট। অর্থাৎ লঞ্চের পর অনলাইনে অ্যামাজন থেকে এই দুই ফোন কেনা যাবে, এটা স্পষ্ট।
রিয়েলমি নারজো ৯০ সিরিজের ফোনের দাম কত হতে পারে ভারতে (সম্ভাব্য)
টিপস্টার পারস গগলানি এক্স মাধ্যমে দাবি করেছেন, রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোনের দাম ভারতে শুরু হতে পারে ১৭,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে, রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোনের দাম শুরু হতে পারে ১৪,৯৯৯ টাকা। এই দামগুলি বেস মডেলের এবং ব্যাঙ্ক অফার ও ছাড় যুক্ত। অর্থাৎ মার্কেট প্রাইস আরেকটু বেশিই হবে। রিয়েলমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তাই রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজের এই দুই মডেলের দাম লঞ্চের পর একটু বেশি হতেই পারে।
রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজের ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৬ ডিসেম্বর। রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোনে বাইপাস চার্জিং এবং ওয়্যারড রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজের দুটো ফোনই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না। রিয়েলমি ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকেও কেনা যাবে রিয়েলমি নারজো ৯০ ৫জি এবং রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোন। রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোন লঞ্চ হতে পারে ভিক্ট্রি গোল্ড এবং কার্বন ব্ল্যাক- এই দুই রঙে। অন্যদিকে রিয়েলমি ৯০এক্স ৫জি ফোন কেনা যাবে নিট্রো ব্লু এবং ফ্ল্যাশ ব্লু - এই দুই রঙে।






















