Smartphone Price Cut: নতুন বছরের শুরুতেই দাম কমল রিয়েলমির পুরনো ৫জি ফোনের, কোন মডেল কেনা যাবে কত টাকায়?
Realme P1 5G: রিয়েলমি পি১ ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ১২৯৯ টাকা। আর এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম এখন ১৩,৯৯৯ টাকা।
Realme Phones: রিয়েলমি পি১ ৫জি ফোনের দাম সম্প্রতি কমেছে ভারতে। গতবছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাসে রিয়েলমির এই ৫জি ফোন লঞ্চ হয়েছিল দেশে। রিয়েলমি পি সিরিজের এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ চিপসেট রয়েছে। এখন সীমিত সময়ের জন্য রিয়েলমি পি১ ৫জি ফোনের দাম কমেছে। এই ফোনের ৬ জিবি এবং ৮ জিবি র্যামের দুই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক ভিত্তিক অফার রয়েছে। ২০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। ৮ জানুয়ারি থেকে এই ছাড় শুরু হয়েছে। রিয়েলমি পি১ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে।
রিয়েলমি পি১ ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ১২৯৯ টাকা। আর এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম এখন ১৩,৯৯৯ টাকা। সীমিত সময়ের জন্য ২০০০ টাকার ছাড় যুক্ত হওয়ার পর রিয়েলমি পি১ ৫জি ফোনের দাম এখন এগুলি হয়েছে। রিয়েলমি পি১ ৫জি ফোনের ৬ জিবি এবং ৮ জিবি র্যামের দুই ভ্যারিয়েন্টের দাম আগে ছিল ১৪,৯৯৯ টাকা এবং ১৫,৯৯৯ টাকা। রিয়েলমি পি১ ৫জি ফোনের এই অফার প্রযোজ্য রয়েছে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে। অন্যদিকে রিয়েলমি পি১ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ১৮,৯৯৯ টাকা।
রিয়েলমি পি১ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে এখে নিন
- এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0 - এর সাহায্যে।
- রিয়েলমির এই ফোনে ৬.৬৭ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে। এটি একটি AMOLED স্ক্রিন যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- রিয়েলমি পি১ ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে।
- রিয়েলমির এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
- রিয়েলমি পি১ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে।
- এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ রিয়েলমি পি১ ৫জি ফোন ধুলো এবং জলে নষ্ট হবে না সহজে।