Realme Smartphones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে রিয়েলমির একটি ৫জি ফোন, র্যাম এবং স্টোরেজ থাকবে অনেকটাই বেশি
Realme P3 5G Phone: এর আগে ভারতে রিয়েলমি পি১ এবং রিয়েলমি পি২- এই দুই সিরিজ লঞ্চ হয়েছে। প্রথম মডেল হিসেবে লঞ্চ হয়েছিল রিয়েলমি পি১ ৫জি ফোন। রিয়েলমি পি২ সিরিজে ভারতে লঞ্চ হয়নি বেস মডেল।

Realme Smartphones: রিয়েলমি পি৩ ৫জি ফোন (Realme P3 5G Phone) খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। রিয়েলমি 'পি' সিরিজের (Realme P Series Phones) এটি তৃতীয় ফোন যা দেশে লঞ্চ হতে চলেছে। রিয়েলমি পি৩ প্রো (Realme P3 Pro) এবং রিয়েলমি পি৩ আলট্রা (Realme P3 Pro Ultra) ফোনের তালিকায় যুক্ত হবে রিয়েলমি পি৩ ৫জি স্ট্যান্ডার্ড মডেলের নাম। আনুষ্ঠানিক ভাবে ভারতে রিয়েলমি পি৩ ৫জি ফোন লঞ্চের আগে তার র্যাম এবং স্টোরেজ ও রং সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে।
রিয়েলমি পি৩ ৫জি ফোন ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। কমেট গ্রে এবং নেবুলা পিঙ্ক রঙে পাওয়া যাবে এই ফোন। এছাড়াও রিয়েলমি পি৩ ৫জি ফোন ৮ জিবি র্যামের সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনেও লঞ্চ হতে পারে। সেই মডেল কমেট গ্রে এবং স্পেস সিলভার- এই দুই রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রিয়েলমি পি৩ ৫জি ফোন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও লঞ্চ হতে পারে ভারতে। সেক্ষেত্রে কমেট গ্রে, নেবুলা পিঙ্ক এবং স্পেস সিলভার- এই তিনটি রঙেই লঞ্চের কথা শোনা গিয়েছে।
এর আগে ভারতে রিয়েলমি পি১ এবং রিয়েলমি পি২- এই দুই সিরিজ লঞ্চ হয়েছে। প্রথম মডেল হিসেবে লঞ্চ হয়েছিল রিয়েলমি পি১ ৫জি ফোন। অন্যদিকে রিয়েলমি পি২ সিরিজে ভারতে লঞ্চ হয়নি বেস মডেল বা ভ্যানিলা ভ্যারিয়েন্ট রিয়েলমি পি২ ৫জি ফোন। রিয়েলমি পি৩ ৫জি সিরিজের তিনটি ফোন ভারতে লঞ্চ হবে বলে এখনও পর্যন্ত শোনা গিয়েছে। তবে কবে কোন ফোন লঞ্চ হয়েছে তা নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি।
রিয়েলমি পি৩ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে। এই ফোনে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। এর পাশাপাশি রিয়েলমি পি৩ আলট্রা ফোন লঞ্চেরও কথা রয়েছে জানুয়ারি মাসের শেষদিকে। এই ফোনেও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকার কথা শোনা গিয়েছে। রিয়েলমি পি৩ ৫জি ফোনের র্যাম, স্টোরেজ এবং রং সম্পর্কে তথ্য প্রকাশ্যে এলেও এই ফোনে কী ধরনের ফিচার থাকতে পারে তার আভাস এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন- রিয়েলমি ১৪ প্রো ৫জি সিরিজ লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কেনার সময় কী কী অফার পাবেন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
