Realme Phones: অগস্টে ভারতে নতুন ফোন লঞ্চের ছড়াছড়ি, দাম সাধ্যের মধ্যেই, এবার এল রিয়েলমি পি৪ ৫জি সিরিজ
Realme P4 5G and Realme P4 Pro 5G: AI যুক্ত Hyper Vision চিপসেট রয়েছে রিয়েলমি পি৪ ৫জি সিরিজের এই দুই ফোনে। এর সাহায্যে ফোনের ডিসপ্লের পাফরম্যান্স আরও উন্নত হবে।

Realme Phones: রিয়েলমি সংস্থা ভারতে লঞ্চ করেছে তাদের পি৪ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছে রিয়েলমি পি৪ ৫জি এবং রিয়েলমি পি৪ প্রো ৫জি- এই দুই ফোন। AI ফিচার যুক্ত ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই দুই ফোনেই। এছাড়াও ইউজাররা রিয়েলমি পি৪ সিরিজের এই দুই ফোনে পাবেন ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি পি৪ ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ চিপসেট। আর রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট। AI যুক্ত Hyper Vision চিপসেট রয়েছে রিয়েলমি পি৪ ৫জি সিরিজের এই দুই ফোনে। এর সাহায্যে ফোনের ডিসপ্লের পাফরম্যান্স আরও উন্নত হবে।
রিয়েলমি পি৪ প্রো ৫জি এবং রিয়েলমি পি৪ ৫জি- এই দুই ফোনের দাম ভারতে কত
রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে। এই মডেলে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এছাড়াও এই ফোনের রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল। এই ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা।
এই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ৩০০০ টাকা ছাড় পাবেন। এর পাশাপাশি থাকছে ২০০০ টাকার এক্সচেঞ্জ অফার এবং তিন মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশন। ২৭ অগস্ট দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। তিনটি রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে।
রিয়েলমি পি৪ ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৪৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট, যার দাম ২১,৪৯৯ টাকা। এই ফোনও ভারতে কেনা যাবে মোট তিনটি রঙে।
নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে এই ফোন কিনলে ২৫০০ টাকা ব্যাঙ্ক অফার পাবেন ক্রেতারা। এছাড়াও থাকবে ১০০০ টাকা এক্সচেঞ্জ অফার। আগামী ২৫ অগস্ট দুপুর থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। রিয়েলমি পি৪ ৫জি সিরিজের এই দুই ফোন অনলাইনে কেনা যাবে রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট কিংবা অফলাইন রিটেল স্টোর থেকে।






















