(Source: ECI/ABP News/ABP Majha)
Realme Watch 3 Pro: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ওয়াচ ৩ প্রো, দাম কত এই স্মার্টওয়াচের? কী কী ফিচার রয়েছে
Realme Smartwatch: ব্লুটুথ কলিং ফিচার নিয়ে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ওয়াচ ৩ প্রো স্মার্টওয়াচ।
Realme Watch 3 Pro: রিয়েলমি ওয়াচ ৩ প্রো (Realme Watch 3 Pro)- এই স্মার্টওয়াচ (Smartwatch) লঞ্চ হয়েছে ভারতে। এখানে রয়েছে ১.৭৮ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে ব্লুটুথ কলিং ফিচার (Bluetooth Calling Feature) এবং AI সাপোর্ট যুক্ত environment noise reduction algorithm। এছাড়াও এই স্মার্টওয়াচে multi-system standalone GPS- ও রয়েছে।
ভারতে রিয়েলমি ওয়াচ ৩ প্রো- এর দাম এবং উপলব্ধতা
রিয়েলমি সংস্থার এই স্মার্টওয়াচের দাম দেশে ৪৯৯৯ টাকা। ৯ সেপ্টেম্বর থেকে এই স্মার্টওয়ায়চের বিক্রি শুরু হয়েছে দেশে। রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই স্মার্টওয়াচ কেনা যাচ্ছে। কালো এবং ধূসর রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ওয়াচ ৩ প্রো।
রিয়েলমি ওয়াচ ৩ প্রো- এর স্পেসিফিকেশন
- রিয়েলমি সংস্থার এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৭৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে।
- ১০০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা রয়েছে রিয়েলমির এই স্মার্টওয়াচে।
- দুটো রেস্ট স্ক্রিন ক্লক ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে।
- রিয়েলমি ওয়াচ ৩ প্রো স্মার্টওয়াচের ব্যাটারি ২০ ঘণ্টা পর্যন্ত বজায় থাকবে। multi-system standalone GPS অপারেশন চালু থাকলেও ব্যাটারি লাইফ ২০ ঘণ্টা পর্যন্ত পাওয়া যেতে পারে।
- পাঁচটি GNSS সিস্টেম রয়েছে রিয়েলমি ওয়াচ ৩ প্রো স্মার্টওয়াচে। লোকেশন ট্র্যাক করতে এই ফিচার ইউজারদের সাহায্য করবে।
- তবে এই স্মার্টওয়াচের মূল আকর্ষণ হল ব্লুটুথ কলিং ফিচার। একটি বিল্ট ইন Smart Power Amplifier সমেত ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে।
- রিয়েলমি ওয়াচ ৩ প্রো স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট এবং SpO2 মনিটরিং ফিচারের সাপোর্ট। এর সঙ্গে রয়েছে স্টেপ এবং স্লিপ ট্র্যাকিং ফিচার। এছাড়াও রয়েছে স্ট্রেস মনিটরিং, স্লিপ কোয়ালিটি, ফিমেল হেলথ মনিটরিং ফিচারের সাপোর্ট। ইউজারকে জল খাওয়ার ব্যাপারেও রিমাইন্ডার দেবে রিয়েলমির এই স্মার্টওয়াচ।
- একাধিক ফিটনেস ফিচারও রয়েছে রিয়েলমির এই স্মার্টওয়াচে। ১১০-টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে রিয়েলমি ওয়াচ ৩ প্রো স্মার্টওয়াচের মধ্যে। রিয়েলমি অ্যাপও যুক্ত হবে এই স্মার্টওয়াচে। ৩৪৫ এমএএইচের একটি ব্যাটারি রয়েছে রিয়েলমি ওয়াচ প্রো ৩ স্মার্টওয়াচে। একবার চার্জ দিলে ব্যাটারি লাইফ বজায় থাকবে প্রায় ১০ দিন পর্যন্ত। রিয়েলমি অ্যাপের মাধ্যমে এই স্মার্টওয়াচের সাহায্যে ইউজারের বিভিন্ন ট্রেনিং- এর পরিসংখ্যানের দিকে নজর রাখা যাবে।
আরও পড়ুন- অ্যাপল ওয়াচ সিরিজ ৭ ও ৮-এর মধ্যে এগিয়ে কে ? কোনটায় বেশি ফিচার ?