Redmi 10 Prime: ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা ৬০০০-এর ব্যাটারি, ভারতে এল Redmi 10 Prime
Redmi 10 Prime: ফোনের ৪ জিবি ৬৪ জিবি বেস মডেলের দাম রাখা হয়েছে ১২,৪৯৯টাকা। এ ছাড়াও রয়েছে ফোনের ৬জিবি ১২৮ জিবি মডেল। যার দাম ধরা হয়েছে ১৪,৯৯৯টাকা।
নয়াদিল্লি: ১৫,০০০টাকার বাজেট রেঞ্জ ধরতে বাজারে নতুন ফোন লঞ্চ করল শাওমির সাব ব্যান্ড রেডমি। শুক্রবার দেশের বাজারে এল Redmi 10 Prime। ১২,৪৯৯ টাকায় পাওয়া যাবে ফোনের বেস ভ্যারিয়েন্ট। স্পেকস দেখে মনে হচ্ছে, মিড রেঞ্জে স্যামসাং ছাড়াও অন্যান্য চিনা কোম্পানিগুলিকে কড়া টক্কর দিতে পারে এই ফোন।
Redmi 10 Prime-এর দাম
ফোনের ৪ জিবি ৬৪ জিবি বেস মডেলের দাম রাখা হয়েছে ১২,৪৯৯টাকা। এ ছাড়াও রয়েছে ফোনের ৬জিবি ১২৮ জিবি মডেল। যার দাম ধরা হয়েছে ১৪,৯৯৯টাকা। আগামী ৭ সেপ্টেম্বর থেকে এই ফোন পাওয়া যাবে শাওমি ইন্ডিয়ার অফিশিয়াল চ্যানেল ছাড়াও অ্যামাজনে। তিনটে রঙে পাওয়া যাবে রেডমির এই নতুন মডেল।
ফোনের প্রসঙ্গে শাওমি ইন্ডিয়ার চিফ বিজনেস অফিসার মূরলীকৃষ্ণন জানিয়েছেন, নতুন এই প্রোডাক্ট ক্রেতাদের অল রাউন্ড সুপারস্টারের পারফরম্যান্স দেবে। নতুন হাই রেজোলিউশনের ক্যামেরা ছাড়াও ফোনে বেশি ক্ষমতা সম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে। যা স্বাভাবিকভাবেই ফোনের ক্ষমতা আগের মডেলের থেকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
রেডমি ১০ প্রাইমের স্পেসিফিকেশন (Redmi 10 Prime specifications)
৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ছাড়াও ফোনে রয়েছে ৯০ হার্টজের রিফ্রেস রেট। MediaTek Helio G88 প্রসেসর দেওয়া হয়েছে রেডমির নতুন ফোনে। যার বেস ভ্যারিয়েন্টে রয়েছে ৪জিবি ৬৪ জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১১-এ চলবে এই ফোন। রেডমি প্রাইমে কোম্পানি দিয়ে ৬০০০ এমএএইচের ব্যাটারি ছাড়াও ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। এ ছাড়াও ফোনে রয়েছে ৯ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট।
ক্যামেরা কেমন রেডমি ১০ প্রাইমের ?(Redmi 10 Prime Cameras)
নতুন ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দিয়েছে কোম্পানি। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। বাকি ২ মেগার ডেপথ ও ম্যাক্রো শ্যুটার দেওয়া হয়েছে ফোনে। ভালো সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।এ ছাড়াও ফোনে ভালো কানেক্টিভিটির জন্য দেওয়া হয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই।ব্লুটুথ ৫.১, জিপিএস সাপোর্ট, হেডফোন জ্যাক ও টাইপ সি সাপোর্ট।
আরও পড়ুন : Samsung Galaxy A52s 5G: 'এ' সিরিজে ফ্ল্যাগশিপের ফিচার, ভারতে এল Samsung Galaxy A52s 5G
আরও পড়ুন : iPhone 13: iPhone 13-এ নচলেস ডিজাইন ! সেলফি ক্যামেরা থাকবে কোথায় ?