iPhone 13: iPhone 13-এ নচলেস ডিজাইন ! সেলফি ক্যামেরা থাকবে কোথায় ?
সম্প্রতি অ্যাপল টিভির (Apple TV+) কমেডি শো 'টেড ল্যাসো'(Ted Lasso)তে দেখা গিয়েছে iPhone 13-এর নচলেস ডিজাইন। ৩৫ মিনিটের এই পর্বে একাধিকবার অ্যাপলের নচ ছাড়া ফোন দেখা গিয়েছে।
ওয়াশিংটন: প্রকাশ্যে আসার আগে ফের বড় খবর। নতুন রিপোর্ট বলছে, নচলেস ডিজাইন থাকবে iPhone 13-এ। তাহলে কি ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা দিতে চলেছে অ্যাপল (Apple)?।
iPhone 13 With a Notchless Design
সম্প্রতি অ্যাপল টিভির (Apple TV+) কমেডি শো 'টেড ল্যাসো'(Ted Lasso)তে দেখা গিয়েছে iPhone 13-এর নচলেস ডিজাইন। ৩৫ মিনিটের এই পর্বে একাধিকবার অ্যাপলের নচ ছাড়া ফোন দেখা গিয়েছে।টেক ব্লগারদের ধারণা , আগামী ফোনে এই নচলেস ডিজাইন নিয়ে আসতে চলেছে আইফোন ১৩।
'টেড ল্যাসো'র সেকেন্ড সেশনে এই ফোন দেখতে পেয়েছে দর্শকরা। তবে এই প্রথম নয়। অতীতেও নিজেদের প্রোডাক্ট (Apple TV+)-এর শোয়ে ব্যবহার করেছে অ্যাপল। মনে করা হচ্ছে, কমেডি শোয়ের প্রধান চরিত্রদের দিয়ে এবার ফোনের ছবি টিজ করাচ্ছে আমেরিকান টেক জায়ান্ট।কারণ মার্কিন মুলুকে জনপ্রিয় শো হিসাবেই ধরা হয় 'টেড ল্যাসো'কে। জুলাইতেই ২০টা 'এমি নমিনেশনস' পেয়েছে এই ধারাবাহিক।
যদিও টেড ল্যাসোর এই নচলেস ফোনকে আসল আইফোন ১৩ (iPhone 13) ধরতে রাজি নয় অনেকেই। তাদের মতে, বহু ক্ষেত্রেই নিজেদের টিভি শোয়ে কম্পিউটার জেনারেটেড ইমাজেরি (CGI)দেয় টেড ল্যাসো। অতীতেও ধারাবাহিকের তরফে এমন করা হয়েছে। হতে পারে, ঠিকমতো এডিট না হওয়ার কারণে নচলেস ডিজাইন দেখাচ্ছে ফোনে। যেখানে সাইডে ফ্ল্যাট স্ক্রিনের পরিবর্তে কার্ভ এজ দেখানো হচ্ছে।
সম্প্রতি অ্যাপলের আগামী ফোন নিয়ে আরও একটি খবর প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে iPhone 13-এ থাকতে পারে বড়সড় চমক। স্যাটেলাইট ফোনের মতো কানেক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে ফোনে। যার ফলে দুর্গম অঞ্চলে থাকলেও সমস্যায় পড়তে হবে না গ্রাহককে। কল ড্রপ ছাড়াই কথা বলতে পারবেন তিনি। এমনই দাবি করেছেন অ্যাপলের অ্যানালিস্ট মিং চি কু।
iPhone 13 new Leaks
সম্প্রতি অ্যাপলের নতুন ফোন ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। টেক সাইট ম্যাক রিউমারসের রিপোর্ট বলছে, আইফোন ১৩-এ নতুন ফিচার দিতে পারে কোম্পানি। যেখানে নেটওয়ার্ক খারাপ থাকলেও স্যাটেলাইট কলের সুযোগ পাবেন ক্রেতারা। এই খবর যদি সত্যি হয়, তাহলে দুর্গম বা প্রত্যন্ত অঞ্চলেও পূর্ণ নেটওয়ার্কের সুবিধা না থাকলেও কল করতে পারবেন গ্রাহক।