Redmi Phones: নতুন বছরের শুরুতেই আসছে রেডমির নয়া ৫জি ফোন, কী কী ফিচার থাকতে চলেছে?
Redmi 14C 5G: ভারতের পাশাপাশি অন্যান্য গ্লোবাল মার্কেটেও রেডমি ১৪সি ৫জি ফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ভারতে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং রেডমি সংস্থার ই-স্টোর থেকে।
Redmi Phones: ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১৪সি ৫জি (Redmi 14C 5G)। নতুন বছরের শুরুতেই এই ফোন লঞ্চ হবে দেশে। ভারতে আগামী ৬ জানুয়ারি, ২০২৫ তারিখে রেডমি ১৪সি ৫জি ফোন (Redmi Phones) লঞ্চ হবে। আনুষ্ঠানিক ভাবে এই ফোন দেশে লঞ্চের আগে প্রকাশ্যে বেশ কিছু তথ্য। এবছর ভারতে লঞ্চ হয়েছিল রেডমি ১৪সি ৪জি ফোন। এবার তারই ৫জি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে। এর আগে বলা হয়েছিল, রেডমি ১৪সি ৫জি ফোন আসলে রেডমি ১৪আর ৫জি ফোনের rebadged ভার্সান হতে চলেছে। ভারতে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং রেডমি সংস্থার ই-স্টোর থেকে। ভারতের পাশাপাশি অন্যান্য গ্লোবাল মার্কেটেও রেডমি ১৪সি ৫জি ফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে।
রেডমি ১৪সি ফোনের ডিজাইন অনেকটাই রেডমি ১৪আর ৫জি ফোনের মতো হতে চলেছে। জানুয়ারি মাসে লঞ্চ হতে চলা রেডমি ফোনে একটি বড়, গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে ফোনের পিছনের অংশের মাঝখানে। এই ক্যামেরা মডিউলে দুটো ক্যামেরা সেনসর থাকবে। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। এর সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিটও থাকবে। এআই যুক্ত ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে রেডমি ১৪সি ৫জি ফোনে।
রেডমি ১৪সি ৫জি ফোনের বাঁদিকের সাইডের উপরের কোণের অংশে থাকবে সিম কার্ডের স্লট বা সিম ট্রে। আর ডানদিকের সাইডের উপরের কোণের দিকের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট সেনসর হিসেবেও কাজ করবে বলে অনুমান। কালো, নীল এবং বেগুনি রঙে রেডমির এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।
রেডমি ১৪সি ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে পারে।
- ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে রেডমির আসন্ন ৫জি ফোনে।
- এই ফোনে ৬.৬৮ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাপোর্টে পরিচালিত হবে রেডমি ১৪সি ৫জি ফোন।
- ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে রেডমির এই ফোনে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।