Redmi Note 11T Pro+: ২০ জুলাই ভারতে আসছে রেডমি কে৫০আই ৫জি ফোন, দেখে নিন সম্ভাব্য ফিচার ও দাম
Redmi Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে রেশমি কে সিরিজের নতুন ফোন। দেখে নিন কবে লঞ্চ হবে এই স্মার্টফোন।
কলকাতা: ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি কে৫০আই ৫জি (Redmi K50i 5G) স্মার্টফোন। আগামী ২০ জুলাই রেডমির (Redmi) এই ফোনে দেশে লঞ্চ হবে। শোনা যাচ্ছে, এই ফোন রেডমি নোট ১১টি প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। এর পাশাপাশি জানা গিয়েছে, ২২ জুলাই থেকে এই ফোনের (Redmi Smartphone) বিক্রি শুরু হতে চলেছে। দুটো ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে রেডমি কে৫০আই ৫জি। একটি ভ্যারিয়েন্ট ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সম্পন্ন। অন্যটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সম্পন্ন। রেডমি ‘কে’ সিরিজের এই নতুন ফোন Phantom Blue, Stealth Black, Quick Silver- এই তিন রঙে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে।
রেডমি কে৫০আই ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো দেখে নিন
১। এই ফোনে থাকতে পারে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্ট। এর পাশাপাশি শোনা গিয়েছে ডলবি ভিশন সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
২। রেডমি কে সিরিজের নতুন ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
৩। এছাড়াও থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে এই ক্যামেরা সেটিংসে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের দুটো সেকেন্ডারি সেনসর থাকতে পারে। এছাড়াও ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
৪। রেডমি কে৫০আই ৫জি ফোনে একটি ৫০৮০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
রেডমি কে৫০আই ৫জি ফোনের সম্ভাব্য দাম
যেহেতু এই ফোনে রেডমি ১১টি প্রো প্লাস মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হবে, তাই দুই ফোনের দামে মিল থাকার সম্ভাবনা রয়েছে। অনুমান, ভারতে রেডমি কে সিরিজের আসন্ন স্মার্টফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হবে। যদিও রেডমি সংস্থা এখনও তাদের আসন্ন ফোনের দাম প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।