Redmi Note 10S: ১৩ মে Redmi Note 10S আসছে বাজারে, কত দাম ফোনের ?
সব কৌতূহলের অবসান হতে চলেছে। আগামী ১৩মে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ ঘটতে চলেছে Redmi Note 10S-এর। কদিন আগেই এই ফোনের টিজার ছেড়েছিল কোম্পানি। Redmi10-এর ভেরিয়েন্ট হিসাবেই এই ফোন আনছে রেডমি।
নয়া দিল্লি : সব কৌতূহলের অবসান হতে চলেছে। আগামী ১৩ মে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ ঘটতে চলেছে Redmi Note 10S-এর। ক'দিন আগেই এই ফোনের টিজার ছেড়েছিল কোম্পানি। Redmi10-এর ভ্যারিয়েন্ট হিসাবেই এই ফোন আনছে রেডমি।
মার্চেই বিশ্ব বাজারে Redmi 10 সিরিজের আত্মপ্রকাশ ঘটে। তখনই নতুন ফোনের টিজার দেখায় কোম্পানি। বাজারে এই মুহূর্তে রয়েছে Redmi 10, Redmi 10 Pro ও Redmi 10Pro Max মডেল। নতুন করে সেই তালিকায় যোগ দিতে চলেছে Redmi Note 10S।
Redmi Note 10S-এর আত্মপ্রকাশ
কোম্পানির তরফে জানানো হয়েছে, কোভিডকালে ভার্চুয়াল আত্মপ্রকাশ ঘটবে এই ফোনের। বেলা ১২টার পর শাওমির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে ফোনের ডিটেলস। কিছুদিন আগেই কোম্পানির টুইটার অ্যাকাউন্টে টিজার লঞ্চ করেছে কোম্পানি। যেখানে বক্সের ওপর ফোনের স্পেসিফিকেশন লেখা রয়েছে। যা দেখে মনে করা হচ্ছিল, Redmi Note 10S আনছে চিনা সংস্থা। এবার সেই খবর নিশ্চিত করল চিনা সংস্থা।
Redmi Note 10S-এর দাম ও স্পেসিফিকেশন
রেডমির নতুন এই ফোনে থাকবে মিইউআই ১২.৫-এ। ব্লু, ডার্ক গ্রে ও হোয়াইট তিন রঙে পাওয়া যাবে ফোন। মূলত, গেমারদের জন্যই এই ফোন বলে মনে করা হচ্ছে। রেডমি ১০-এর মতোই ১২,৪৯৯ টাকা বা তাঁর সামান্য বেশি দাম হতে পারে ফোনের। সুপার ডিসপ্লের পাশাপাশি হাই অডিও সেট আপ থাকবে নতুন এই মডেলে।
স্টোরেজের দিকে তাকালে তিনটি ভ্যারিয়েন্ট আনতে চলেছে কোম্পানি। যার মধ্যে ৬ জিবি ৬৪ জিবির পাশাপাশি ৬ জিবি ১২৮ জিবির স্টোরেজ মডেল আনছে কোম্পানি। সঙ্গে থাকবে ৮জিবি ১২৮ জিবির মডেল। মিডিয়াটেকের হিলিও জি-৯৫ প্রসেসর থাকতে পারে Redmi Note 10S মডেলে। ৬.৪ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড প্যানেল থাকবে ওই ফোনে। পাঞ্চ হোল ডিসপ্লের পাশাপাশি থাকবে ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং।
ক্যামেরা সেট-আপ কি থাকছে ?
Redmi Note 10S-এ থাকবে ৬৪ মেগাপিক্সেলের মেইন সেন্সর। পাশাপাশি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সলের ম্যাক্রো শুটার ও ২ মেগাপিক্সলের ডেপথ সেন্সিং ক্যামেরা। ভাল সেলফির জন্য ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে কোম্পানি।