Redmi Note 13 5G Series: ভারতে কবে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ ৫জি সিরিজ? কোথা থেকে কিনতে পারবেন?
Redmi Smartphones: রেডমি নোট ১৩, রেডমি নোট ১৩ প্রো এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস- এই তিনটি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৪ জানুয়ারি।
Redmi Note 13 5G Series: ভারতে রেডমি নোট ১৩ ৫জি সিরিজ (Redmi Note 13 5G Series) কবে লঞ্চ হবে তার দিন ঘোষণা হয়েছে। এবার জানা গেল কোথা থেকে এই সিরিজের ফোন কিনতে পারবেন আগ্রহীরা। জনপ্রিয় দুই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) এবং অ্যামাজন (Amazon), দুটো থেকেই রেডমি নোট ১৩ ৫জি সিরিজের ফোন কেনা যাবে। রেডমি নোট ১৩, রেডমি নোট ১৩ প্রো এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস- এই তিনটি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৪ জানুয়ারি। এই তিনটি ফোনেই থাকতে চলেছে ৬.৬৭ ইঞ্চির 1.5K ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। আর তার উপরে থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। বেস মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর রয়েছে। রেডমি নোট ১৩ প্রো এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস মডেলে রয়েছে যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর এবং মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ আলট্রা চিপসেট।
রেডমি নোট ১৩ ৫জি সিরিজের ভারতে লঞ্চ হতে চলা ফোনগুলিতে চিনে লঞ্চ হওয়া ফোনের মতোই ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে বলে মনে করা হচ্ছে। রেডমি নোট ১৩ ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14 সাপোর্ট এবং ৬.৬৭ ইঞ্চির 1.5K full-HD+ AMOLED স্ক্রিন। বেস মডেল এবং প্রো ও প্রো প্লাস ভ্যারিয়েন্টে থাকতে পারে যথাক্রমে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর এবং মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ আলট্রা চিপসেট। এছাড়াও তিনটে ফোনেই থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। অন্যদিকে রেডমি নোট ১৩ মডেলে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সলের ম্যাক্রো সেনসর থাকার কথা রয়েছে। এর পাশাপাশি রেডমি নোট ১৩ প্রো এবং প্রো প্লাস মডেলে ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP3 প্রাইমারি সেনসর থাকতে পারে। এখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকার কথাও শোনা গিয়েছে এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকতে পারে।
রেডমি নোট ১৩ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পার। রেডমি নোট ১৩ প্রো ফোনে ৫১০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে। এছাড়াও রেডমি নোট ১৩ প্রো প্লাস ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ভারতে নতুন ফোন লঞ্চ করল পোকো, কী কী ফিচার রয়েছে এই মডেলে?