Redmi Phones: ভারতে আসছে রেডমি নোট ১৫ সিরিজ, কবে লঞ্চ হতে পারে? এ মাসেই ভারতে আসতে পারে রেডমির আরও একটি ফোন, কোন মডেল?
Redmi Smartphones: রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে রেডমি নোট ১৫ সিরিজের আওতায়।

Redmi Phones: ভারতে আসছে রেডমি নোট ১৫ সিরিজ। চিনে আগেই লঞ্চ হয়েছে এই স্মার্টফোন সিরিজ। এবার আসছে ভারতে। নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও, আভাস পাওয়া গিয়েছে। টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে জানিয়েছেন, রেডমি নোট ১৫ সিরিজের বিক্রি শুরু হতে পারে ৯ জানুয়ারি, ২০২৬ থেকে। এর থেকে অনুমান তার আগেই শাওমির সাব ব্র্যান্ড রেডমির এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে। অনুমান করা হচ্ছে, হয়তো ডিসেম্বর মাসে রেডমি নোট ১৫ সিরিজে আসতে চলেছে ভারতের বাজারে। রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে রেডমি নোট ১৫ সিরিজের আওতায়।
আগে শোনা গিয়েছিল, এক টিপস্টার আভাস দিয়েছিলেন, রেডমি সংস্থা ভারতে নতুন স্মার্টফোন সিরিজের পরিকল্পনা করছে, তবে তা ২০২৬ সালের জানুয়ারি মাসের আগে নয়। তাই ডিসেম্বর ২০২৫- এর পাশাপাশি ২০২৬ জানুয়ারিতেও রেডমি নোট ১৫ সিরিজ ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। কারণ আভাস পাওয়া গিয়েছে যে এই স্মার্টফোন সিরিজের প্রথম বিক্রি শুরু হতে পারে ৯ জানুয়ারি, ২০২৬ থেকে। তাই কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শোনা গিয়েছে, রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস- এই দুই ফোন এর আগের দুটো মডেল অর্থাৎ রেডমি নোট ১৪ প্রো এবং রেডমি নোট ১৪ প্রো প্লাস- এই দুই ফোনের মতোই হতে চলেছে। অর্থাৎ ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশন, দাম সবেতেই কিছুটা মিল থাকার সম্ভাবনা রয়েছে।
Exclusive ✨
— Abhishek Yadav (@yabhishekhd) November 15, 2025
The Redmi Note 15 series is launching in India next month. 🇮🇳
First sale starts on 9 January 2026.
Redmi 15C:
Launching later this month.
অন্যদিকে শোনা গিয়েছে, রেডমি ১৫সি ফোন ভারতে লঞ্চ হতে পারে এই মাসেই, অর্থাৎ নভেম্বর মাসে। যদি নিশ্চিত ভাবে দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। এমনকি এটি ৪জি ফোন হবে নাকি ৫জি মডেল হতে চলেছে, তাও জানা যায়নি। চিনে সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। চিনে ৪জি ও ৫জি, দুটো ভ্যারিয়েন্টই লঞ্চ হয়েছে। তবে ভারতে কোন মডেল আসবে তা এখনও স্পষ্ট নয়। তবে দুটো ফোনই ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। এছাড়াও দুই ফোনেই থাকতে পারে ৬০০০ এমএএইচের ব্যাটারি। আর থাকতে পারে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট।























