Redmi Phone: সাত হাজার টাকারও কম দামে ঝাঁ-চকচকে স্মার্টফোন ! ভারতে হাজির রেডমি এ৫
Redmi A5 Phone: ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ৫ ফোন। এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৭৪৯৯ টাকা।

Redmi Phone: রেডমি এ৫ ফোন (Redmi A5) ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমির এই ফোন (Redmi Phone) একটি ৪জি মডেল। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T7250 চিপসেট। এছাড়াও রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি। রেডমি এ৫ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৩২ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৬.৮৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের উপর জলের বিন্দুর আকৃতির একটি নচ ডিজাইন রয়েছে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সাজানো রয়েছে এই ফোনে। গ্লোবাল মার্কেটে রেডমি এ৫ ফোন আগেই লঞ্চ হয়েছিল। এবার ভারতে লঞ্চ হল রেডমির এই ৪জি ফোন।
রেডমি এ৫ ফোনের দাম ভারতে কত
এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৭৪৯৯ টাকা। তিনটি রঙে রেডমি এ৫ ফোন ভারতে লঞ্চ হয়েছে। অনলাইনে ফ্লিপকার্ট এবং শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে রেডমি এ৫ ফোনের।
রেডমি এ৫ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫ (গো এডিশন)- এর সাপোর্ট রয়েছে। এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল ও ধুলোয় সহজে নষ্ট হবে না রেডমি এ৫ ফোন।
- রেডমি এ৫ ফোনে ৬.৮৮ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- রেডমি এ৫ ফোনের র্যামের পরিমাণও ভার্চুয়াল ভাবে ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৩২ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি সেকেন্ডারি ক্যামেরা সেনসরও রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- রেডমি এ৫ ফোনে ওয়াই-ফাই, ব্লুটুথ, টাইপ-সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যুক্ত ফেস আনলক ফিচারও রয়েছে রেডমির এই ফোনে।
- রেডমি এ৫ ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। ফোনের ওজন প্রায় ১৯৩ গ্রাম।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
