Samsung Galaxy A04s: স্যামসাং আনছে এই নতুন ফোন, রয়েছে এই স্পেকস ও ফিচার,দাম কত ?
Samsung Galaxy Galaxy A04-এর নতুন সংস্করণ নিয়ে এল কোম্পানি। ইউরোপের ওয়েবসাইটে দেখা গেছে এই ফোন। এতে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি ভি ডিসপ্লে রয়েছে।
Samsung Galaxy Galaxy A04-এর নতুন সংস্করণ নিয়ে এল কোম্পানি। ইউরোপের ওয়েবসাইটে দেখা গেছে এই ফোন। এতে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি ভি ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটি একটি অক্টা-কোর চিপসেটে চলে। এখনও পর্যন্ত চিপসেট সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি স্যামসাং। এতে Exynos 850 চিপসেট রয়েছে বলে জানা গেছে। স্মার্টফোনে একটি ৫০মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন। এতে দেখা যাবে একটি ৫০০০ এমএইচের ব্যাটারি প্যাক। দক্ষিণ কোরিয়ার কোম্পানির এন্ট্রি-লেভেল স্মার্টফোনটি Galaxy A03s-এর উত্তরসূরি হিসাবে বাজারে এসেছিল।
Samsung Galaxy A04s এর দাম
Samsung Galaxy A04s এর দাম এখনও প্রকাশ করা হয়নি। ফিনল্যান্ডের স্যামসাং ওয়েবসাইটে দেখা গেছে এই ফোন। কালো, তামাটে, সবুজ ও সাদা বিকল্পগুলিতে পাওয়া যাবে এই ফোন। এর আগে Samsung Galaxy A03s লঞ্চ করেছে কোম্পানি। 3GB RAM + 32GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম করা হয়েছে ১১,৪৯৯ টাকা।
Samsung Galaxy A04s স্পেসিফিকেশন
ডুয়াল-সিম (ন্যানো) Samsung Galaxy A04s Android ১২-এ চলে। এতে One UI Core 4.1- সিস্টেমে চলে এই ফোন। এতে ৯০ হার্টজের রিফ্রেশ রেট সহ একটি ৬.৫-ইঞ্চি HD+ (720x1,600 পিক্সেল) ইনফিনিটি ভি ডিসপ্লে রয়েছে। এটি একটি নামহীন অক্টাকোর চিপসেটে চলবে । রিপোর্ট বলছে, এই ফোনে Exynos 850 থাকতে পারে। এটি 3GB RAM এর সঙ্গে যুক্ত।
Samsung Galaxy A04s একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। যাতে একটি f/1.8 লেন্স সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর রয়েছে। এছাড়াও একটি ২-মেগাপিক্সেল ডেপথ সেন্সর ও একটি এফ/২.৪ লেন্সের সাথে যুক্ত আরেকটি ২-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এতে ক্যামেরা সেটআপ একটি LED ফ্ল্যাশ সহ পাওয়া যাবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য স্মার্টফোনটির সামনে একটি f/২.২ লেন্স সহ একটি ৫মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে।
Samsung Galaxy A04s 32GB ইনবিল্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। যা একটি ডেডিকেটেড স্লটের মাধ্যমে মাইক্রোএসডি কার্ডের সাহায্য়ে (1TB পর্যন্ত) বাড়ানো যাবে। এতে কানেকশনের অপশন হিসাবে 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS দেওয়া থাকবে৷ সেন্সরগুলির মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ও একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Samsung Galaxy A04s-এ একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি দিয়েছে কোম্পানি। বড় ফোন হলেও এর ওজন ১৯৫ গ্রাম রাখ হয়েছে।