Samsung Galaxy A04: ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০০০ এমএএইচের ব্যাটারি নিয়ে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এ০৪
Samsung Smartphone: স্যামসাং কর্তৃপক্ষ এখনও এই ফোনের দাম প্রকাশ করেনি। কালো, সবুজ, কপার এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হয়েছে।
Samsung Galaxy A04: গ্লোবাল মার্কেটে প্রকাশ্যে এসেছে স্যামসাং গ্যালাক্সি এ০৪ স্মার্টফোন (Samsung Galaxy A04)। এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ইনফিনিটি-ভি ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর প্রসেসর। শোনা যাচ্ছে, Exynos 850 চিপসেট থাকতে পারে এই ফোনে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ (Dual Rear Camera)। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। স্যামসাং গ্যালাক্সির এই নতুন ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টের এই ফোন সম্ভবত স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোনের সাকসেসর মডেল। সামনের দিক থেকে দুটো ফোনই দেখতে প্রায় একরকম। তবে পার্থক্য রয়েছে ফোনের ব্যাক প্যানেলে।
স্যামসাং গ্যালাক্সি এ০৪ ফোনের দাম
স্যামসাং কর্তৃপক্ষ এখনও এই ফোনের দাম প্রকাশ করেনি। কালো, সবুজ, কপার এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ০৪ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট। One UI Core 4.1- এর সাহায্যে পরিচালিত হবে স্যামসাং গ্যালাক্সি এ০৪ ফোন।
- এই ফোনের প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। গ্লোবাল মার্কেটে এই র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হলেও পরবর্তী সময়ে অন্যান্য দেশে আরও অনেক র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হতে পারে স্যামসাংয়ের এই ফোন।
- স্যামসাং গ্যালাক্সি এ০৪ ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও রয়েছে একটি LED ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- এই ফোনে রয়েছে ১২৮ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজের পরিমাণ।
- কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS- সাপোর্ট। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ০৪ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি।
২০০ মেগাপিক্সেলের ফোন
সম্প্রতি শোনা গিয়েছে, ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর নিয়ে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোন। এর পাশাপাশি শোনা গিয়েছে, একটি ফাস্টার ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে। কোয়ালকমের থ্রিডি Sonic Max ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং টেকনোলজি থাকারও সম্ভাবনা রয়েছে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা।