Samsung Galaxy Phone: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সির নতুন ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?
Samsung Galaxy A16 5G: শোনা যাচ্ছে, এই ফোন একটি মিড-রেঞ্জের মডেল হতে চলেছে। যদিও দাম কত হবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি।
Samsung Galaxy Phone: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোন। অনলাইনে সম্প্রতি এই ফোনের নাম দেখা গিয়েছে স্যামসাংয়ের গ্লোবাল ওয়েবসাইটে। তারপরই জানা গিয়েছে যে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোন এবার ভারতেও লঞ্চ হবে। এখনও অবশ্য নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের আসন্ন ৫জি ফোনের ফিচার গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই হবে। ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং রং সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। শোনা গিয়েছে, এই ফোনে ৬টি অপারেটিং সিস্টেম আপডেট পাওয়া যাবে। এর পাশাপাশি ইউজাররা পাবেন ৬ বছরের জন্য সিকিউরিটি আপডেট। ফোনের ডানদিকের সাইডের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোন। যদিও নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি। তিনটি রঙে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ব্লু ব্ল্যাক, গোল্ড এবং লাইট গ্রিন- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোন। শোনা যাচ্ছে, এই ফোন একটি মিড-রেঞ্জের মডেল হতে চলেছে। যদিও দাম কত হবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি।
স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে দেখে নিন একনজরে
- গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো ভারতে লঞ্চ হতে চলা ফোনেও ৬টি অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। স্যামসাংয়ের নিজস্ব Knox Security ফিচারের সাপোর্ট থাকবে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোন।
- স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের ডিজাইনও গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই হবে। ভারতে এই ফোন লঞ্চ হতে চলেছে ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হিসেবে। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না।
- একটি মিডিয়াটেক চিপসেট থাকতে চলেছে এই ফোনের ভারতীয় মডেলে। সম্ভবত মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি সিরিজ।
- স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনে Super AMOLED স্ক্রিন থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট এবং সেখানে একটি আলট্রা-ওয়াইড লেন্স থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- দীপাবলির আগেই রিয়েলমির নতুন ৫জি ফোন আসছে ভারতে, কী কী ফিচার থাকতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।