Samsung Galaxy A34 5G: কেমন চার্জিং ফিচার থাকবে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে?
Samsung Galaxy A Series: স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি-র (Samsung galaxy A34 5G) নাম দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) সার্টিফিকেশন সাইটে। এর থেকে অনুমান করা হচ্ছে যে ভারতে দ্রুত এই ফোন লঞ্চ হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ফোনের সাকসেসর মডেল হিসেবে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। সম্প্রতি শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে একটি ৬.৪ ইঞ্চির সুপার AMOLED স্ক্রিন থাকতে পারে, সেখানে ৬০ হার্টজ রিফ্রেশ রেট হতে পারে। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকতে পারে। গ্রাফাইট, লাইম, সিলভার এবং ভায়োলেট- এই চারটি রঙে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন। ডিসপ্লের উপর থাকতে পারে ওয়াটার ড্রপ স্টাইলের কাট আউট। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকতে পারে।
Oppo Reno 8T: ওপ্পো রেনো ৮টি (Oppo Reno 8T) ডিজাইন এবং রং লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্টি দিনক্ষণ জানা যায়নি। তবে অনুমান, খুব তাড়াতাড়িই এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, মিডনাইট ব্ল্যাক এবং সানসেট অরেঞ্জ- এই দুই রঙে ওপ্পো রেনো ৮টি ফোন লঞ্চ হতে পারে। ৪জি এবং ৫জি (4G and 5G) - দুই ভ্যারিয়েন্টেই লঞ্চ হতে পারে এই ফোন। মিডনাইট ব্ল্যাক ভ্যারিয়েন্টের ৫জি ফোনে থাকতে পারে ওপ্পো গ্লো ডিজাইন। অন্যদিকে সানসেট অরেঞ্জ ভ্যারিয়েন্টে থাকতে পারে লেদার ফিনিশ। ওপ্পো রেনো ৮টি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১০০ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর বাঁদিকের কোণে থাকতে পারে একটি পাঞ্চ হল কাট আউট। সেখানে থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
Tecno Smartphone: টেকনো সংস্থা ভারতে তাদের নতুন একটি ফোন লঞ্চ করবে। আপাতত সেই ফোন নিয়েই চলছে কাজকর্ম। টেকনো স্পার্ক গো ২০২৩ (Tecno Spark Go 2023) ফোন লঞ্চ হবে ভারতে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে এই ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই।
আরও পড়ুন- ওপ্পো রেনো ৮টি ফোন লঞ্চের আগেই প্রকাশ্যে রং এবং ডিজাইন