Samsung Galaxy Book 2 Pro: স্পেকস-ফিচারে থাকছে চমক, অ্যামাজনে আসছে স্যামসাং-এর এই ল্যাপটপ
Samsung Galaxy Book 2 Pro: সহজেই এই ল্যাপটপের স্ক্রিন বদলাতে পারবেন ক্রেতা। চাইলে যেকোনও দিকে ঘুরিয়ে নিতে পারবেন স্ক্রিন। এছাড়াও ইচ্ছে অনুযায়ী ট্যাবলেট হিসাবে ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপ।
Samsung Laptop On Amazon: স্যামসাং গ্যালাক্সি বুক 2 প্রো- এর পর নতুন ল্যাপটপ আনছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট। সম্প্রতি লঞ্চ হয়েছে এই ল্যাপটপ। শীঘ্রই অ্যামাজনে পাবেন দুর্দান্ত স্পেকস ও ফিচারের এই ডিভাইস।
Samsung Galaxy Book 2 Pro: সবথেকে বড় বিষয়, সহজেই এই ল্যাপটপের স্ক্রিন বদলাতে পারবেন ক্রেতা। চাইলে যেকোনও দিকে ঘুরিয়ে নিতে পারবেন স্ক্রিন। এছাড়াও ইচ্ছে অনুযায়ী ট্যাবলেট হিসাবে ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপ। জেনে নিন, কী বিশেষত্ব রয়েছে এই ল্যাপটপে।
Samsung Galaxy Book 2 Pro ল্যাপটপের বৈশিষ্ট্য
এই ল্যাপটপের দুটি সাইজ রয়েছে। যার একটি 13.3 ইঞ্চি ও অন্যটি 15.6 ইঞ্চি।
এতে সিলভার ও গ্রে কালার অপশন পাবেন। এটি একটি সম্পূর্ণ রূপান্তরযোগ্য টাচস্ক্রিন ল্যাপটপ যা 360 কোণে ঘোরে। প্রয়োজনে এই ডিভাইস ট্যাবলেট হিসাবেও ব্যবহার করা যেতে পারে।
ল্যাপটপে একটি 1080p AMOLED ডিসপ্লে রয়েছে। একটানা এই ল্যাপটপ ব্যবহার করলে চোখে চাপ পড়ে না। এটিতে একটি AMOLED স্ক্রিন রয়েছে যা ল্যাপটপ থেকে কম ক্ষতিকারক নীল আলো নির্গত করে ও চোখকে নিরাপদ রাখে।
ল্যাপটপে পাবেন 12th gen core i7 ও i5 প্রসেসরের অপশন। এছাড়াও 8GB, 16GB ও 32GB RAM এর বিকল্প রয়েছে।
এতে একটি হেডফোন জ্যাক, ২টি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।ল্যাপটপে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি। এটি একক চার্জে 20 ঘণ্টা স্থায়ী হয়।
13.3-ইঞ্চির এই ল্যাপটপে একটি 63W দ্রুত চার্জিং ব্যাটারি রয়েছে। সঙ্গে 15.6-ইঞ্চি ল্যাপটপে পাবেন 68W ব্যাটারি, তাই এটি 21 ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
এই ল্যাপটপটিতে এস পেনের সুবিধে রয়েছে, যেখানে এটি ট্যাবলেট হিসাবে ব্যবহার করা হলে এস পেন দিয়ে লেখার কাজ করা যায়।
ল্যাপটপে রয়েছে ফুল এইচডি ক্যামেরা। এটি Wi-Fi 6E এর সাথে সামঞ্জস্যপূর্ণ যা স্বাভাবিকের থেকে 3x দ্রুত চলে।
এই ল্যাপটপের সাহায্যে আপনি সহজেই আপনার কম্পিউটার, Galaxy Buds Pro ও অন্যান্য ডিভাইসের সাথে সংযোগ করতে পারবেন।
এই ল্যাপটপের দাম কত হবে ও কবে থেকে এটি কেনার জন্য অ্যামাজনে পাওয়া যাবে, তা জানানো হয়নি। তবে Amazon-এ Notify me অপশনে ক্লিক করেলে এর সম্পর্কে জানতে পারবেন আপনি।