Samsung Galaxy M53 5G: ১২০ হার্টজের রিফ্রেশ রেট ৬.৭ ইঞ্চির ডিসপ্লে, এই ফোন আনল স্যামসাং
Samsung Galaxy M53 5G: ভারতে চালু হয়েছে আগেই। আগামী ২৯ এপ্রিল থেকে Amazon ও Samsung.com-এ পাওয়া যাবে স্যামসাঙের এই দুর্দান্ত স্মার্টফোন।
Samsung Galaxy M53 5G: ভারতে চালু হয়েছে আগেই। আগামী 29 এপ্রিল থেকে Amazon ও Samsung.com-এ পাওয়া যাবে স্যামসাঙের এই দুর্দান্ত স্মার্টফোন। দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে এই ডিভাইস। অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্সের সঙ্গেপাওয়া যাবে এই ফোন। নীল ও সবুজ দুটি রঙে পাওয়া যাবে এই ফোন।
Samsung Galaxy M53 5G: কী থাকছে ফোনে ?
গত বছর Galaxy M52 5G-র সাফল্যের পর এবার Samsung Galaxy M53 5G নিয়ে এল কোম্পানি। এতে পাবেন সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে, 120Hz স্ক্রিন রিফ্রেশ রেট, অ্যান্ড্রয়েড 12, 108-মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক্যামেরা সিস্টেম ও আরও অনেক কিছু।
ফোনের ডিসপ্লে: এটিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7-ইঞ্চি FHD+ সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে, পিছনে ও সামনে পাবেন কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা ।
Samsung Galaxy M53 5G: সামনে ও পিছনের ক্যামেরা
ফোনে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যাতে 8-মেগাপিক্সেলের সেন্সর ও একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সঙ্গে থাকছে একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে।
Samsung Galaxy M53 5G: ব্যাটারি কী দেওয়া হয়েছে ফোনে ?
ফোনে পাওয়ারের জন্য 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 25 ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করে। এই ফোনের সঙ্গে বক্সেই চার্জার পাওয়া যায়।
Samsung Galaxy M53 5G: নতুন কী সফ্টওয়্যার ?
এটি Google এর Android 12-এর UI 4.2 এ কাজ করে। এর সঙ্গে কোম্পানি 2 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট ও 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেবে।
RAM এবং স্টোরেজ: এতে 6 GB ও 8 GB RAM-এর অপশন রয়েছে। উভয় ভ্যারিয়েন্টের 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। যা একটি মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB (1024GB) পর্যন্ত বাড়ানো যাবে।
Samsung Galaxy M53 5G: কত দাম ফোনের ?
এর 6 GB RAM ভ্যারিয়েন্টের দাম 23999 টাকা ও 8 GB RAM ভ্যারিয়েন্টের দাম 25999 টাকা রাখা হয়েছে।