Samsung Galaxy Z Fold 3: অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সির ফোল্ডেবল ফোনের দামে ৩০ শতাংশেরও বেশি ছাড়, কত টাকায় পাবেন?
Amazon Great Indian Festival Sale: লঞ্চের সময় এই ফোল্ডেবল ফোনের দাম ছিল ১,৭১,৯৯৯ টাকা। বর্তমানে অ্যামাজনের সাইটে এই স্মার্টফোনের ধার্য হয়েছে ১,১৯,৯৯৯ টাকা।
Samsung Galaxy Z Fold 3: অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে (Amazon Great Indian Festival Sale) স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোন (Samsung Galaxy Z Fold 3) অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সির এই ফোল্ডেবল ফোনের দামে প্রায় ৩০ শতাংশ ছাড় রয়েছে। জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon India) এই সেল এখন দ্বিতীয় পর্যায়ে রয়েছে। অ্যামাজনের এই Extra Happiness Days সেলে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোন পাওয়া যাচ্ছে ৩০ শতাংশ ছাড়ে। ২০২১ সালের অগস্ট মাসে এই ফোল্ডেবল ফোন লঞ্চ হয়েছিল। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এছাড়াও রয়েছে একটি ৭.৬ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে এবং ৬.২ ইঞ্চির কভার ডিসপ্লে।
ভারতে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩- এর দাম
লঞ্চের সময় এই ফোল্ডেবল ফোনের দাম ছিল ১,৭১,৯৯৯ টাকা। তবে বর্তমানে অ্যামাজনের সাইটে স্যামসাং গ্যালাক্সির এই থার্ড জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোনের ধার্য হয়েছে ১,১৯,৯৯৯ টাকা। এরপরেও ক্রেতারা একটি ডিসকাউন্ট কুপন যুক্ত করলে ফোনের দাম আরও ১০ হাজার টাকা কমতে পারে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনের স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১২- র সাহায্যে। এই ফোনে ৭.৬ ইঞ্চির প্রাইমারি QXGA+Dynamic AMOLED 2X Infinity Flex ডিসপ্লে রয়েছে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির একটি কভার ডিসপ্লে। এটি একটি HD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে।
- স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাফন ৮৮৮ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র্যাম।
- এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে। এছাড়াও রয়েছে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা ফ্রন্ট স্ক্রিনের উপর রয়েছে। অন্যদিকে আন্ডার ডিসপ্লে ক্যামেরাও রয়েছে ফোল্ডিং স্ক্রিনে। এখানে ৪ মেগাপিক্সেলের সেনসর রয়েছে।
- স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনে রয়েছে ৪৪০০ এমএএইচের ডুয়াল সেল ব্যাটারি এবং ওয়্যারলেস ও ওয়্যারড দু’ধরনের চার্জিং ফিচারের সাপোর্টই রয়েছে। এছাড়াও রয়েছে রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। S Pen Fold Edition এবং S Pen Pro- এর সাপোর্ট রয়েছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোন।
আরও পড়ুন- লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৭ সিরিজ, ভারতে গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো ফোনের দাম কত?