Samsung Galaxy Unpacked Event: লঞ্চের আগে প্রকাশ্যে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ এবং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনের সম্ভাব্য দাম
Foldable Phone: আগামী ১০ অগস্ট স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হতে চলেছে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪- এই দুই ফোন।
Samsung Galaxy: স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট (Galaxy Unpacked Event) অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১০ অগস্ট। এই ইভেন্টে নেক্সট জেনারেশন ফোল্ডেবল ফোন (Foldable Phone) লঞ্চের পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের (Samsung)। শোনা গিয়েছে, আসন্ন গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে স্যামসাং সংস্থা গ্যালাক্সি জেড ফোল্ড ৪ (Galaxy Z Fold 4) এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ (Galaxy Z Flip 4)- এই দুটো ফোন লঞ্চ হতে পারে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে।
GSMArena- র রিপোর্ট অনুসারে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনের দাম শুরু হতে পারে ১৮৬৪ ইউরো থেকে, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১,৫২,০০০ টাকা। ১৫৬ জিবি স্টোরেজ মডেলের জন্য এই দাম ধার্য করা হয়েছে। গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোনের থেকে নতুন ফোনের দাম বাড়তে পারে ১৬৫ ইউরো। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনের দাম শুরু হতে পারে ১০৮০ ইউরো থেকে, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৮৮,০০০ টাকা। গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোনের থেকে নতুন মডেলে দাম বাড়তে পারে ৮১ ইউরো।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪- এই দুই ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। এই দুই ফোনের সঙ্গে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ এবং গ্যালাক্সি বাডস ২ প্রো। কোয়ালকমের লেটেস্ট প্রসেসরের পাশাপাশি শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাপোর্ট। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা শোনা গিয়েছে।
শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনে একটি ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। এই ফোনে আবার ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- চারটের পরিবর্তে ৩টি ক্যামেরা ! স্যামসাং আনছে নতুন গ্যালাক্সি সিরিজ