Samsung Galaxy Fold: স্যামসাঙের নতুন ফোল্ড ও ফ্লিপ ফোনের প্রি-বুকিং শুরু, জেনে নিন ফিচার ও দাম
Samsung Phones: চলে এল সেই সময়। শীঘ্রই Samsung Galaxy তাদের জেড সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। স্যামসাং ১০ অগাস্ট তাদের প্রিমিয়াম ফোন সিরিজ লঞ্চ করতে চলেছে।
Samsung Phones: চলে এল সেই সময়। শীঘ্রই Samsung Galaxy তাদের জেড সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। স্যামসাং ১০ অগাস্ট তাদের প্রিমিয়াম ফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। Samsung এর ফোল্ডেবল ফোন Samsung Galaxy Z Fold 4 ও Samsung Galaxy Z Flip 4 এই ইভেন্টে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানি এই ফোনগুলির প্রি-বুকিং সংক্রান্ত একটি অফিশিয়াল ঘোষণাও করেছে। আপনি ৩১ জুলাই থেকে অর্থাৎ আজ থেকেই এই ফোনগুলি প্রি-বুক করতে পারেন। জেনে নিন, এই প্রি-বুকিং অফার, ইভেন্ট ও Samsung-এর এই ফোনগুলি সম্পর্কে।
Samsung Galaxy Fold: কী অফার দিচ্ছে কোম্পানি ?
Samsung তার প্রিমিয়াম ফোন Samsung Galaxy Z Fold 4 ও Samsung Galaxy Z Flip 4 ১০অগাস্ট লঞ্চ করতে চলেছে। কোম্পানির ইভেন্ট শুরু হবে ১০ অগাস্ট সন্ধ্যা সাড়ে ৬টায়। এই ফোনের প্রি-বুকিং তথ্য লাইভ করার সময়, স্যামসাং জানিয়েছে, ৩১ জুলাই থেকে এই ফোনগুলি ১৯৯৯ টাকার টোকেন মানি দিয়ে বুক করা যাবে। স্যামসাঙের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রি-বুক করা যাবে এই ফোনগুলি। ব্যবহারকারীরা যদি ১৯৯৯ টাকা দিয়ে ফোন প্রি-বুক করলে স্যামসাং থেকে ৫০০০ টাকার অতিরিক্ত সুবিধা দেওয়া পাবেন।
Samsung Galaxy Z Fold 4 ও Flip 4 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
স্যামসাংয়ের এই ফোনগুলি প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী ফিচার-সহ লঞ্চ হতে চলেছে। এই ফোনগুলি সর্বশেষ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন প্রসেসর সহ দেওয়া হতে পারে। ফাঁস তথ্য থেকে জানা যাচ্ছে যে, এই ফোনগুলি একাধিক কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা যেতে পারে। এতে ইন-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরাও পাওয়া যাচ্ছে। এর সঙ্গে স্যামসাং ফোল্ডিং ডিসপ্লের ফ্রেমও পরিবর্তন করতে পারে। এই ফোনে Samsung S-Penও সাপোর্ট করা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রথম থেকেই ফোনের ফিনিস ক্রেতাদের আকর্ষণ করেছে । অতীতেও ফোল্ড , ফ্লিপ ফোন এনে তাক লাগিয়ে দিয়েছিল স্যামসাং।
আরও পড়ুন : Maruti Grand Vitara: গ্র্যান্ড ভিটারার দাম ফাঁস, জেনে নিন, কোন মডেলের কী মূল্য