Maruti Grand Vitara: গ্র্যান্ড ভিটারার দাম ফাঁস, জেনে নিন, কোন মডেলের কী মূল্য
Grand Vitara Price: গাড়ি পুজোয় লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল গ্র্যান্ড ভিটারার (Grand Vitara) দাম।
Grand Vitara Price: গাড়ি পুজোয় লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল গ্র্যান্ড ভিটারার (Grand Vitara) দাম। শোনা যাচ্ছে, প্রতিযোগিতার বাজারে বেশ আক্রমণাত্মক দাম রাখা হয়েছে এই এসইউভির ।
Maruti Grand Vitara: অটো সাইটগুলির মতে, গ্র্যান্ড ভিটারা মারুতির সবচেয়ে প্রিমিয়াম গাড়ি। যা নেক্সা শোরুম থেকে বিক্রি করা হবে। S-Cross-এর পরিবর্তে আনা হয়েছে এই গাড়ি। মারুতি উত্সব মরশুমে গ্র্যান্ড ভিটারা দেশে লঞ্চ করবে। যার ডেলিভারি শুরু হবে সেপ্টেম্বর থেকে। এই দামগুলি আনুষ্ঠানিকভাবে Maruti প্রকাশ করেনি। যতদূর জানা যাচ্ছে, গ্র্যান্ড ভিটারা এখন সবচেয়ে সাশ্রয়ী মূল্যের কমপ্যাক্ট SUV হতে চলেছে, যার দাম ১০ লক্ষ টাকার কম।
Grand Vitara Price: কী ইঞ্জিন বিকল্প গাড়িতে ?
গ্র্যান্ড ভিটারা দুটি ইঞ্জিন বিকল্প নিয়ে আসবে, যার বেস মডেলে ১.৫ নিটার মাইল্ড হাইব্রিড ইঞ্জিন থাকবে। এতে পাবেন একটি ৫ স্পিড ম্যানুয়াল বা প্যাডেল শিফটার সহ একটি ৬স্পিড স্বয়ংক্রিয় ইঞ্জিন। ম্যানুয়াল AWDও পাবেন এই গাড়িতে। এ ছাড়াও রয়েছে শক্তিশালী হাইব্রিড ইঞ্জিন, যা eCVT গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যায়।
Maruti Grand Vitara: কোন মডেলের কী দাম ?
শোনা যাচ্ছে, গ্র্যান্ড ভিটারা সিগমা, ডেল্টা, জেটা ও আলফা-সহ নেক্সা মডেল নিয়ে বাজারে আসবে কোম্পানি। সিগমা ১.৫ লিটার ম্যানুয়াল মডেলের দাম ৯.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে। যেখানে ডেল্টা ম্যানুয়াল ১.৫ লিটারের দাম হতে পারে ১১ লক্ষ টাকা। Zeta-র দাম ১২ লক্ষ টাকা ও টপ-এন্ড Alpha-র দাম রাখা হতে পারে ১৩.৫ লক্ষ টাকা৷ সেখানে AWD ১.৫ ও AWD ম্যানুয়ালের জন্য ১৫.৫ লক্ষ টাকা দামা ধরা হবে।
Grand Vitara Price: অটোমেটিকের দাম কত ?
এদিকে স্বয়ংক্রিয় ভ্যারিয়েন্টগুলি ম্যানুয়াল ভ্যারিয়েন্টের তুলনায় ১.৫ লক্ষ টাকা বেশি ব্যয়বহুল। ডেল্টা অটোমেটিক পাবেন ১২.৫০ লক্ষ টাকায়।শক্তিশালী হাইব্রিড সংস্করণ জেটা ও আলফা অটোমেটিক যথাক্রমে ১৭ ও ১৮ লক্ষ টাকায় পাওয়া যাবে।
Maruti Grand Vitara: দেখে নিন সম্ভাব্য দাম
সিগমা ৯.৫০ লক্ষ টাকা
ডেল্টা ১১ লক্ষ টাকা
জেটা ১২ লক্ষ টাকা
আলফা ১৩.৫০ লক্ষ টাকা
আলফা AWD ১৫.৫০ লক্ষ টাকা
ডেল্টা ১২.৫০ লক্ষ টাকা
জেটা ১৩.৫০ লক্ষ টাকা
আলফা ১৫ লক্ষ টাকা
জেটা হাইব্রিড ১৭ লক্ষ টাকা
আলফা হাইব্রিড ১৮ লাখ টাকা
আরও পড়ুন : New MG Hector: ১৪ ইঞ্চির স্ক্রিন, নতুন এমজি হেক্টরে পাবেন আরও অনেক কিছু