Smartphone Under Rs 10000: ভারতে হাজির সস্তার স্মার্টফোন, ১০ হাজার টাকার কমেই ঝকঝকে মডেল দিচ্ছে আইটেল
Budget Smartphone: ভারতে আইটেল এ৯০ লিমিটেড এডিশন ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। স্পেস টাইটেনিয়াম, স্টারলাইট ব্ল্যাক এবং অরোরা ব্লু- এই তিন রঙে লঞ্চ হয়েছে এই ফোন।

Smartphone Under Rs 10000: আইটেল সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন বাজেট স্মার্টফোন। আইটেল এ৯০ লিমিটেড এডিশন লঞ্চ হয়েছে দেশে। এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি। এর আগে এই ফোনের লিমিটেড এডিশন কাউন্টার পার্ট আইটেল এ৯০ স্ট্যান্ডার্ড মডেল লঞ্চ হয়েছিল সেপ্টেম্বর মাসে। সেই ফোনে ছিল ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ। নতুন মডেলে স্টোরেজের পরিমাণ বাড়লেও ফিচার এবং স্পেসিফিকেশন প্রায় একই রয়েছে। Unisoc T7100 চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট পাওয়া যাবে আইটেল এ৯০ লিমিটেড এডিশন ১২৮ জিবি স্টোরেজ মডেলের ফোনে।
ভারতে আইটেল এ৯০ লিমিটেড এডিশন ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। স্পেস টাইটেনিয়াম, স্টারলাইট ব্ল্যাক এবং অরোরা ব্লু- এই তিন রঙে লঞ্চ হয়েছে এই ফোন। ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা পাওয়া যাবে ১০০ দিনের জন্য।
আইটেল এ৯০ ফোন, ৬৪ জিবি স্টোরেজ যুক্ত লঞ্চ হয়েছিল এবছর মে মাসে
এই স্মার্টফোনে রয়েছে একটি অক্টা-কোর octa-core Unisoc T7100 চিপসেট। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। আইটেল এ৮০ ফোনের সাকসেসর হিসেবে এই মডেল লঞ্চ হয়েছে ভারতে। আইটেল এ৯০ ফোনে ৬.৬ ইঞ্চির স্ক্রিন রয়েছে। এছাড়াও রয়েছে ডায়নামিক বার ফিচার। আইটেল সংস্থার এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে। এর পাশাপাশি ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে আইটেল এ৯০ ফোনে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৪৯৯ টাকা। আইটেল এ৯০ ফোনের এই দুই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে স্টারলাইট ব্ল্যাক এবং স্পেস টাইটেনিয়াম- এই দুই রঙে।
Redmi Phones: ভারতে আসছে রেডমি নোট ১৫ সিরিজ। চিনে আগেই লঞ্চ হয়েছে এই স্মার্টফোন সিরিজ। এবার আসছে ভারতে। নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও, আভাস পাওয়া গিয়েছে। টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে জানিয়েছেন, রেডমি নোট ১৫ সিরিজের বিক্রি শুরু হতে পারে ৯ জানুয়ারি, ২০২৬ থেকে। এর থেকে অনুমান তার আগেই শাওমির সাব ব্র্যান্ড রেডমির এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে। অনুমান করা হচ্ছে, হয়তো ডিসেম্বর মাসে রেডমি নোট ১৫ সিরিজে আসতে চলেছে ভারতের বাজারে। রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে রেডমি নোট ১৫ সিরিজের আওতায়।























