Smartphone Under Rs 10000: ৭০০০ টাকার কমে স্মার্টফোন, রয়েছে AI ফিচার, শক্তিশালী ব্যাটারি, ভারতে এল কোন মডেল?
Budget Smartphone: ইনফিনিক্স স্মার্ট ১০ ফোনে সংস্থার নিজস্ব আলট্রা লিঙ্ক ফিচারের সাপোর্ট রয়েছে যার সাহায্যে সেলুলার নেটওয়ার্ক ছাড়াও ফোনকল করতে পারবেন ইউজাররা।

Smartphone Under Rs 10000: ইনফিনিক্স স্মার্ট ১০ লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ইনফিনিক্স সংস্থার এই ফোন ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। ইনফিনিক্স স্মার্ট ১০ একটি ৪জি ফোন। এই মডেলে রয়েছে একটি Unisoc T7250 প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। এই ফোনে ইনফিনিক্সের নিজস্ব AI ফিচার রয়েছে। সেই তালিকায় রয়েছে Folax AI ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট। এছাড়াও ইনফিনিক্স স্মার্ট ১০ ফোনে সংস্থার নিজস্ব আলট্রা লিঙ্ক ফিচারের সাপোর্ট রয়েছে যার সাহায্যে সেলুলার নেটওয়ার্ক ছাড়াও ফোনকল করতে পারবেন ইউজাররা।
ভারতে ইনফিনিক্স স্মার্ট ১০ ফোনের দাম কত? কী কী রঙে এই ফোন লঞ্চ হয়েছে? কবে থেকে বিক্রি শুরু হবে? কোথা থেকে কেনা যাবে?
ইনফিনিক্স স্মার্ট ১০ ৪জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৬৭৯৯ টাকা। আইরিস ব্লু, স্লিক ব্ল্যাক, টাইটেনিয়াম সিলভার এবং Twilight গোল্ড- এইসব রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের নতুন ফোন। অনলাইনে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইট থেকে। এছাড়াও পাওয়া যাবে অফলাইনে, বিভিন্ন রিটেল স্টোর থেকে। আগামী ২ অগস্ট থেকে বিক্রি শুরু হবে ইনফিনিক্স স্মার্ট ১০ ফোনের।
ইনফিনিক্স স্মার্ট ১০ ফোনে কী কী ফিচার রয়েছে, একনজরে দেখে নিন
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনে একটি octa-core Unisoc T7250 প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ। এই স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে ইনফিনিক্সের স্মার্ট ১০ ফোনে। একাধিক Infinix AI ফিচার রয়েছে এই ফোনে। রয়েছে একটি বিশেষে ভয়েস অ্যাসিসট্যান্ট Folax AI- এর সাপোর্টও। এছাড়াও এই ফোনে AI যুক্ত ডকুমেন্ট অ্যাসিসট্যান্ট এবং রাইটিং অ্যাসিসট্যান্ট রয়েছে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- ইনফিনিক্স স্মার্ট ১০ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। ডুয়াল স্পিকার রয়েছে এই ফোনে।























