5G Phones Under Rs 10000: ১০ হাজার টাকার কম দামে ঝাঁ-চকচকে ৫জি ফোন ! কোথা থেকে কেনা যাবে কোন মডেল ?
Smartphones Under Rs 10000: আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের একটি bokeh শুটার রয়েছে।

5G Phones Under Rs 10000: ভিভো- র সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে। এবার দেশে এসেছে আইকিউওও জেড সিরিজের একটি ৫জি ফোন। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোন। এটি একটি বাজেট স্মার্টফোন। ফলে ৫জি সাপোর্ট থাকলেও ফোনের দাম আকাশছোঁয়া নয়। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে এই ফোনে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরে যুক্ত রয়েছে। আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোনে রয়েছে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং দুটো রঙে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটের সাপোর্ট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে এআই যুক্ত ইমেজ এডিটিং ফিচার। আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।
ভারতে আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোনের দাম কত
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১০,৯৯৯ টাকা। আর রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেল, যার দাম ১২,৯৯৯ টাকা। সাইবার গ্রিন এবং টাইটেনিয়াম ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে আইকিউওও জেড১৯ লাইট ৫জি ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং আইকিউওও ইন্ডিয়া ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে। আইকিউওও সংস্থার এই বাজেট ৫জি ফোনের বিক্রি শুরু হতে চলেছে ২৫ জুন থেকে। ইন্ট্রোডাক্টরি অফার হিসেবে আইকিউওও সংস্থা ক্রেতাদের ৫০০ টাকা ছাড় দেবে।
আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে। এছাড়াও ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৫ বেসড Funtouch OS 15- এর সাহায্যে। ইউজাররা ২ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট পাবেন বলে জানিয়েছে সংস্থা।
- এই ফোনে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- আইকিউওও সংস্থার এই ফোনের ৮ জিবি ইনবিল্ট র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছে।
- আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের একটি bokeh শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। একবার চার্জ দিলে ৭০ ঘণ্টা পর্যন্ত গান শোনা যাবে, ৩৭ ঘণ্টা পর্যন্ত কথা বলে যাবে একটানা।






















