Smartphones Under Rs 15000: ১৫ হাজার টাকার কমে নতুন ৫জি ফোন ভারতে আনল ওপ্পো, কেনার সময় থাকছে বিশেষ অফার
Oppo Phones: ওপ্পো এ৫এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। মিডনাইট ব্লু এবং লেসার হোয়াইট- এই দুই রঙে নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে।

Smartphones Under Rs 15000: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো সংস্থার নতুন ফোন (Oppo Phones)। ওপ্পো 'এ' সিরিজের একটি ৫জি মডেল লঞ্চ হয়েছে দেশে। এবার এসেছে ওপ্পো এ৫এক্স ৫জি ফোন (Oppo A5X 5G)। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে পাবেন ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি স্ক্রিন। এই ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভারতে ওপ্পো এ৫এক্স ৫জি ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে কেনা যাবে, কী কী অফার রয়েছে, দেখে নিন
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। দুটো রং, মিডনাইট ব্লু এবং লেসার হোয়াইট- এই দুই রঙে ওপ্পো এ৫এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ২৫ মে অর্থাৎ আজ থেকে বিক্রি শুরু হচ্ছে এই ফোনের। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। ক্রেতাদের জন্য ১০০০ টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাক অফার রয়েছে। এছাড়াও থাকছে তিনমাসের জন্য নো-কস্ট ইএমআই অপশন। এসবিআই, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ফেডেরাল ব্যাঙ্ক এবং ডিবিএস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে পাবেন ক্যাশব্যাক অফার এবং নো-কস্ট ইএমআই- এর সুবিধা।
ওপ্পো এ৫এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন কেনার আগে
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে ওপ্পো সংস্থার নতুন ফোনে। অ্যান্ড্রয়েড ১৫ বেসড ColorOS 15- র সাহায্যে পরিচালিত হবে এই ফোনে। এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে ওপ্পো এ৫এক্স ৫জি ফোনে।
- এই ফোনের ডিসপ্লেতে রয়েছে Splash Touch এবং Glove Touch, এইওসব প্রযুক্তিগত ফিচারের সাপোর্ট। এর ফলে ভেজা আঙুল, ভেজা ভেজা হাত, তেলের চিহ্ন, গ্লাভসের উপর দিয়েও ফোনের স্ক্রিন ব্যবহার করতে পারবেন আপনি।
- এই ফোনের র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়ানো সম্ভব আরও ৪ জিবি পর্যন্ত। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে ভার্চুয়াল ভাবে ইনবিল্ট ৪ জিবি র্যামের পরিমাণ আরও ৪ জিবি বাড়ানো যাবে এই ফোনে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- ওপ্পো এ৫এক্স ৫জি ফোন একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ এই ফোন জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না।






















