Redmi Phones: অবশেষে ভারতে হাজির রেডমির নতুন ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে
Smartphones Under Rs 15000: ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং শাওমি ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে রেডমি ১৫সি ৫জি ফোন কেনা যাবে। ১১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে রেডমি ১৫সি ৫জি ফোনের বিক্রি।

Redmi Phones: ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১৫সি ৫জি ফোন। রেডমি ১৪সি ফোনের সাকসেসর মডেল এটি। রেডমির নতুন ফোন রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে রেডমি 'সি' সিরিজের এই ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর পাবেন ইউজাররা। এই ফোন ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিট্যান্ট ডিভাইস। অর্থাৎ ফোনটি সহজে জলে এবং ধুলোয় নষ্ট হবে না।
ভারতে রেডমি ১৫সি ৫জি ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে শুরু বিক্রি
এই ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৪৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। আর এই ফোনেরই ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৪৯৯ টাকা। Midnight Black, Moonlight Blue, Dusk Purple- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১৫সি ৫জি ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং শাওমি ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। ১১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে রেডমি ১৫সি ৫জি ফোনের বিক্রি।
রেডমি ১৫সি ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, কেনার আগে একনজরে দেখে নিন
- ডুয়াল সিমের (ন্যানো+ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট।
- ৬.৯ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এটি একটি এআই যুক্ত ক্যামেরা সেনসর।
- এই ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে রেডমির এই ফোনে।
- ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন। এছাড়াও এই ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো যাবে।
- ২ বছরের অপারেটিং সিস্টেম এবং ৪ বছরের সিকিউরিটি ফিচার আপডেট পাওয়া যাবে এই ফোনে।























